ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে মার্কিন নাগরিকদের ভ্রমণ সতর্কতা নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই ॥ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১১:৫০, ১৮ এপ্রিল ২০১৯

বাংলাদেশে মার্কিন নাগরিকদের ভ্রমণ সতর্কতা নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই ॥ পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কোন মাথাব্যথা নেই। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারি নিয়ে শঙ্কিত হওয়ার বা চিন্তার কিছু নেই। একটি ফেসবুকের পোস্ট দেখে যুক্তরাষ্ট্র এই সতর্কতার নোটিস দিয়েছে। বরং বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি দেখে সেখানকার লোকজন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতেই আগ্রহী বলেও জানান মন্ত্রী। বুধবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমায় তিন দিনব্যাপী টাটা গাড়ির গ্র্যান্ড মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। নিটল মটরসের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। সভা শেষে সিটি বাস সার্ভিস ‘নগর এক্সপ্রেস’ এর একটি মিনিবাসের উদ্বোধন করেন মন্ত্রী। সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় আবু সিনা ছাত্রাবাসের জায়গায় সিলেট জেলা হাসপাতাল নির্মাণ কাজ চলছে। তবে একটি পক্ষ এ স্থাপনাকে ঐতিহ্যের অংশ দাবি করে সংরক্ষণের আহ্বান জানাচ্ছেন। এরকম অবস্থায় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আবু সিনা ছাত্রাবাসের একটি অংশ ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করে বাকি অংশে জেলা হাসপাতাল নির্মাণ করা হবে। সিলেটে সরকারীভাবে চিকিৎসার পর্যাপ্ত হাসপাতাল নেই। মানুষেরও দীর্ঘদিনের দাবি নতুন হাসপাতালের। সাধারণ মানুষের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে হাসপাতালের কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, যদি এই হাসপাতালের কাজ কোন কারণে বাধাগ্রস্ত হয়, তাহলে বরাদ্দ ফেরত যাবে। খুব সহজে এই বরাদ্দ ফেরত পাওয়া কিংবা নতুন করে বরাদ্দ পাওয়ার সম্ভাবনা খুবই কম।
×