ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রেসিডেন্টের ছবিতে আঁকি-বুঁকি করায়...

প্রকাশিত: ১১:১৬, ১৮ এপ্রিল ২০১৯

প্রেসিডেন্টের ছবিতে আঁকি-বুঁকি করায়...

আফ্রিকার দেশ বুরুন্ডিতে প্রেসিডেন্টের ছবির ওপর আঁকি-বুঁকি করায় স্কুল থেকে তিন ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। এমনকি এই অপরাধে তাদের কারাগারে পাঠানো হয়েছিল। জেল থেকে ছাড়া পাওয়ার পর তাদের জানানো হয়েছে যে, স্কুল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজার ছবির ওপর আঁকি-বুঁকি করাটাকে দেশটির সরকার ‘রাষ্ট্রপ্রধানকে অপমান’ করা হয়েছে বলে বিবেচনা করে। এ অপরাধে তিন স্কুলছাত্রীকে গত মাসে কারাগারে পাঠায়। দেশটির এনগোজি কেন্দ্রীয় কারাগারে এই তিন শিশুকে ছয়দিন আটকে রাখা হয়। এ ঘটনায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসতে থাকে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট এনকুরুনজিজার প্রতিকৃতিতে শিশুদের আঁকার ছবিগুলো ফ্রিআওয়ারগার্লস হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করেন। মানবাধিকার সংস্থা এইচআরডব্লিউ’র মধ্য আফ্রিকা অঞ্চলের পরিচালক লুইস মাজ বলেন, ‘এটা ভাল সংবাদ যে, তাদের মুক্তি দেয়া হয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনও তুলে নেয়া হয়নি। আর এখন তাদের স্কুল থেকে বহিষ্কার করা হলো, যা তাদের শিক্ষার অধিকারকে খর্ব করছে।’ এই তিন শিক্ষার্থী বুরুন্ডির কিরুন্ডো প্রদেশের ইকোফো আকামুরি স্কুলে পড়াশোনা করত। এ বিষয়ে স্কুলটির কর্তৃপক্ষ ও বুরুন্ডি সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি। বুরুন্ডিতে এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। ২০১৬ সালে বুরুন্ডির জাতীয় গোয়েন্দা সংস্থা মাধ্যমিক পর্যায়ের আট শিক্ষার্থীকে আটক করে। তাদের অপরাধ ছিল পাঠ্যবইয়ে থাকা প্রেসিডেন্ট এনকুরুনজিজার ছবির ওপর ‘গেট আউট’, বা ‘নো টু থার্ড টার্ম’ কথাগুলো লেখা। একই বছরে বেশ কয়েকটি স্কুল থেকে প্রেসিডেন্টের ছবি বিকৃত করার জন্য কয়েক শ’ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। -সিএনএন
×