ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সদর দফতরের তদন্ত কমিটি

প্রকাশিত: ১১:১৩, ১৮ এপ্রিল ২০১৯

ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সদর দফতরের তদন্ত কমিটি

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ১৭ এপ্রিল ॥ ফেনীর সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকা-ের ঘটনাস্থল বুধবার বিকেলে পরিদর্শন করেছেন পুলিশ সদর দফতরের তদন্ত কমিটি। পুলিশ সদর দফতরের পাঁচ সদস্য প্রতিনিধি টিমের নেতৃত্ব দেন ডিআইজি (মিডিয়া এ্যান্ড প্ল্যানিং) এস এম রুহুল আমিন। ঘটনাস্থল ঘুরে তিনি সাংবাদিকদের বলেন, ধারণার ওপর কিছু বলা ঠিক হবে না। ঘটনার সঙ্গে যারা জড়িত বা কিভাবে ঘটনা ঘটেছে এসব বিষয়সহ পরীক্ষা কেন্দ্রে যে সকল পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছে, তাদের কোন অবহেলা ছিল কি না এবং এ ঘটনার পরে পুলিশের কোন গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখা হবে। এসব বিষয়ে তদন্ত প্রতিবেদন দেয়া হবে। ফেনীর সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যার প্রতিবাদে সকালে জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন মানববন্ধন করেছে। মানববন্ধনে আনইনজীবীরা বলেন, আইনজীবী সমিতি নুসরাতের মামলায় আইনী সহায়তা দেয়ার জন্য একটি আইনজীবী প্যানেল গঠন করেছে, নুসরাত হত্যার সঙ্গে জড়িতদের আইনী সহায়তা না দেয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, চার্জশীটের ত্রুটির কারণে যেন কোন আসামি পার না পায় তার দিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য পিবিআই-এর প্রতি আহ্বান জানান। নুসরাত হত্যার জন্য সোনাগাজীর তৎকালীন ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান জেলা আইনজীবী সমিতির মানববন্ধন থেকে। আইনজীবী সমিতি জজকোর্ট ভবনের সামনে রাস্তায় অন্যান্য সংগঠন ফেনী শহীদ মিনার সংলগ্ন ট্রাংক রোডে ও শহরের প্রধান সড়কগুলোতে পৃথকভাবে মানববন্ধন করেছে। এছাড়া সোনাগাজী বাজারের জিরো পয়েন্টে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রীরা বিক্ষেভ মিছিল ও মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তারা নুসরাত জাহান রাফির খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মামলাটি বিশেষ ট্রাইব্যুনালে স্থানান্তর করে দ্রুত বিচার কার্যক্রম শেষ করার দাবি জানিয়েছে এবং আইনের ফাঁক দিয়ে যাতে খুনীরা পার পেয়ে যেতে না পারে তার জন্য সরকারের স্বরাষ্ট্র ও আইন বিভাগের হস্তক্ষেপের দাবি জানিয়েছে। এদিকে নুসরাত হত্যা মামলায় পিবিআই-এর হাতে আটক মোঃ শরিফ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। এ মামলায় পিবিআই-এর হাতে ৩ মেয়েসহ ১৬ জন আটক রয়েছে। তার মধ্যে ১১ জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আটককৃতদের মধ্যে রিমান্ডে নেয়ার আগেই নুর উদ্দিন ও শাহাদাত হোসেন শামিম আদালতের বিচারক জাকির হোসেনের কাছে সিআরপিসি ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। এ দুইজনের স্বীকারোক্তি বিচারক ৭৫ পাতায় লিপিবদ্ধ করেন।
×