ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফরিদপুর মেডিক্যালে নবিস চিকিৎসককে জুতাপেটা করল নার্স, উত্তেজনা

প্রকাশিত: ১১:০৫, ১৮ এপ্রিল ২০১৯

ফরিদপুর মেডিক্যালে নবিস চিকিৎসককে জুতাপেটা করল নার্স, উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৭ এপ্রিল ॥ ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক শিক্ষানবিস চিকিৎসকের পিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই সেবিকা। অপরদিকে শিক্ষানবিস চিকিৎসকদের দাবি, সেবিকারা পরিচালকের কক্ষের সামনে জুতা দিয়ে পিটিয়েছে ওই শিক্ষানবিস চিকিৎসককে। এ ঘটনার তদন্তে মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জরুরী সভায় মিলিত হয়ে ছয় সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, স্বাস্থ্যসেবা দিবস উপলক্ষে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অভ্যন্তরে বিভিন্ন ওয়ার্ড বেলুন দিয়ে সাজানো হয়। কেবিন ওয়ার্ডটিও বেলুন দিয়ে একইভাবে সাজানো হয়। বুধবার সকালে শিক্ষানবিস চিকিৎসক সানি আমিন ওই ওয়ার্ডে ঢুকে সুই দিয়ে বেলুন নষ্ট করতে থাকে। ওই সময় ওই কক্ষে ছিলেন স্টাফ নার্স আফসানা আক্তার (৩৭)। আফসানা আক্তার জানান, তিনি এ কাজে ওই শিক্ষানবিস চিকিৎসককে বাধা দিলে এতে উক্ত শিক্ষানবিস চিকিৎসক ওই নার্সের মাথা দেয়ালে ঠুকে দিলে তিনি আহত হন। এ খবর শুনে দুই স্টাফ নার্স কাকলী খাতুন (৪২) ও বিথী দাসসহ (৩৮) অন্য সেবিকারা ওই শিক্ষানবিস চিকিৎসককে হাসপাতালের পরিচালকের কক্ষের সামনে গিয়ে পায়। এ সময় সানিসহ অন্য শিক্ষানবিস চিকিৎসকদের সঙ্গে সেবিকাদের বচসা কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
×