ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি

প্রকাশিত: ১১:০৫, ১৮ এপ্রিল ২০১৯

জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে বুধবার রাজধানীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক র‌্যালির উদ্বোধন করেন। ‘শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে শুরু হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, দোয়েল চত্বরে ঘুরে পুনরায় ঢাকা মেডিক্যাল কলেজে গিয়ে র‌্যালি শেষ হয়। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সেবাসপ্তাহের উদ্বোধন করেন। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যালিতে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম, চিকিৎসা শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিনসহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয় (বিএসএমএমইউ)’র উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা, স্বাস্থ্য অধিদফতর, পরিবার পরিকল্পনা অধিদফতরের কর্মকর্তারা র‌্যালিতে অংশগ্রহণ করেন। এছাড়াও রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ জেলা ও উপজেলা পর্যায়েও সেবা সপ্তাহ উপলক্ষে বুধবার র‌্যালির আয়োজন করা হয়েছে। দেশের স্বাস্থ্যখাতের সাম্প্রতিক অগ্রগতির সঙ্গে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে একটি জনবান্ধব স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে স্থানীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালিত হচ্ছে। সরকারী হাসপাতালগুলোতে ১৬ থেকে ২০ এপ্রিল বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়ার পাশাপাশি জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে সেবাসপ্তাহের বিভিন্ন দিক এবং অসংক্রামক রোগ প্রতিরোধে জীবনাচার, কমিউনিটি ক্লিনিক ও প্রাথমিক স্বাস্থ্য সেবা, চিকিৎসা পেশায় নৈতিকতা বিষয়ে তুলে ধরে আলোচনা সভা, সেমিনার ও গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন হাসপাতালে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারী টেলিভিশনে ‘টক শো’ এর উদ্যোগও নেয়া হয়েছে। রাজধানীর মহাখালীর টিএ্যান্ডটি মাঠে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আজ বৃহস্পতিবার বিশেষ স্বাস্থ্য সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে বেসরকারী মেডিক্যাল কলেজ এ্যাসোসিয়েশন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অনুষ্ঠানটি উদ্বোধন করবেন। আগামী ২০ এপ্রিল এই সেবা সপ্তাহ সমাপ্ত হবে।
×