ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

প্রকাশিত: ১১:০২, ১৮ এপ্রিল ২০১৯

নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন লাইটারেজ জাহাজের শ্রমিকরা। ফলে বুধবার সকাল থেকে শুরু হয় বন্দর বহির্নোঙ্গরে পণ্য লাইটারিং এবং অভ্যন্তরীণ জলপথে পরিবহন। এতে করে বন্দর ব্যবহারকারী এবং ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামাল আমদানিকারকদের মধ্যে স্বস্তি ফিরেছে। বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন সূত্রে জানানো হয়, দাবি মেনে নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে মঙ্গলবার রাত ২টার দিকে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। বুধবার সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। কর্ণফুলীর ১৬টি ঘাটের প্রতিটিতেই কর্মচাঞ্চল্য ফিরেছে। বহির্নোঙ্গরে ভাসমান জাহাজ থেকে পণ্য আনলোড করে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছে লাইটার জাহাজগুলো। এদিকে, কর্মবিরতির ফলে মঙ্গলবার কাজ বন্ধ থাকায় পরদিন বুধবার পণ্য খালাসের ধুম পড়ে। জাহাজ থেকে ক্রেনের সাহায্যে নামানো হয় ভোগ্যপণ্যের বস্তা। শ্রমিকরা সেগুলো বহন করে ট্রাকে তুলে দেন, যা পরিবাহিত হচ্ছে গুদাম ও গন্তব্যস্থলে। বুধবার কর্মবিরতি প্রত্যাহার হওয়ায় আমদানিকারকদের পাশাপাশি জাহাজ মালিকদের মধ্যেও স্বস্তি ফিরে আসে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, নৌযান শ্রমিকদের ধর্মঘটের ফলে বহির্নোঙ্গরে পণ্য খালাস বন্ধ হয়ে গিয়েছিল। এ কর্মসূচী অব্যাহত থাকলে অপেক্ষমাণ জাহাজের সারি দীর্ঘ হতো। জাহাজগুলোকে গুনতে হতো বাড়তি ডেমারেজ। তবে বহির্নোঙ্গরে লাইটারিং একদিনের জন্য বন্ধ থাকলেও জেটিতে কন্টেনার ওঠানামা ও বন্দর থেকে ডেলিভারি স্বাভাবিক ছিল।
×