ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশে শিশু মৃত্যুর হার ৭৫ শতাংশ কমেছে ॥ ড. মোমেন

প্রকাশিত: ১১:০২, ১৮ এপ্রিল ২০১৯

দেশে শিশু মৃত্যুর হার ৭৫ শতাংশ কমেছে ॥ ড. মোমেন

বাংলা নিউজ ॥ সরকারের নেয়া নানা উদ্যোগের ফলে দেশে শিশু মৃত্যুর হার ৭৫ শতাংশ কমেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার রাজধানীর মিরপুরে পল্লী শিশু ফাউন্ডেশনের (পিএসএফ) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফাউন্ডেশনের ৪১তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। পল্লী শিশু ফাউন্ডেশনের সভাপতি মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য (এমপি) ডাঃ এম এ আজিজ। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, আমাদের দেশে উন্নয়নের বড় কারণ হচ্ছে পল্লী উন্নয়ন। বর্তমানে সরকারের নানা উদ্যোগের ফলে দেশে শিশু মৃত্যুর হার ৭৫ শতাংশ কমেছে। কমেছে মাতৃমৃত্যু হারও। ‘স্বল্প উন্নয়ন দেশের মধ্যে বাংলাদেশে শিশু ও মাতৃ মৃত্যুহার সবচেয়ে কম। সরকারের সঙ্গে দেশে প্রায় ১৪ হাজার সংস্থাও পল্লী উন্নয়নে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে তাদের অবদানও অনস্বীকার্য।’ তিনি বলেন, ১৯৯৬ সালে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ১৩ হাজার ফাউন্ডেশনকে পল্লী উন্নয়নের জন্য অনুমোদন দেন। পরবর্তী সরকার এসে তা বন্ধ করে দেয়। ২০০৯ সালে শেখ হাসিনার সরকার আসার পরে প্রায় ১৪ হাজার ফাউন্ডেশনের অনুমোদন দেয়। ‘এসব ফাউন্ডেশন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা, প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, বিনামূল্যে পথশিশুদের ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে।’
×