ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাহালমের জেলে থাকার পেছনে কারা জড়িত-খতিয়ে দেখবে হাইকোর্ট

প্রকাশিত: ১০:৫৮, ১৮ এপ্রিল ২০১৯

জাহালমের জেলে থাকার পেছনে কারা জড়িত-খতিয়ে দেখবে হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ ভুল আসামি হিসেবে বিনা দোষে জাহালমের তিন বছর জেল খাটার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে জাহালমের জেল খাটার পেছনে জড়িতদের খুঁজে বের করতে দুদকের করা তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। এ বিষয়ে শুনানির জন্য আগামী ২ মে পরবর্তী দিন ধার্য করেছে। একটি হত্যাকা-ের ঘটনায় দায়ের করা মামলার বিচার ১৮০ কার্যদিবসে শেষ না করার ব্যাখ্যা দেয়ায় জন্য ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, পিপি ও মামলার তদন্ত কর্মকর্তাকে (আইও) কারণ দর্শানোর নোটিস দিয়েছে হাইকোর্ট। আগামী ৩০ এপ্রিলের মধ্যে তাদের এর জবাব দিতে বলা হয়েছে। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। এদিকে মুচলেকা দিয়ে ভবন ভাঙ্গার সময় নেয়ার পরও পুনরায় এক বছর সময় চেয়ে করা আবেদন প্রত্যাহার করতে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতিকে আইনী নোটিস পাঠানো হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে সময় চেয়ে করা আবেদন প্রত্যাহার করতে বিজিএমইএ’র সভাপতিকে বলা হয়েছে, অন্যথায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে। ৩৩ মামলার ভুল আসামি জাহালমের বিনাদোষে তিন বছর জেলে থাকার পেছনে কারা জড়িত তা দেখবে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে শুনানির জন্য আগামী ২ মে পরবর্তী দিন ধার্য করেছে। আদালতে আজ জাহালমও উপস্থিত ছিলেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান এবং জাহালমের পক্ষে ছিলেন আইনজীবী অমিত দাস গুপ্ত। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার ও সহকারী এ্যাটর্নি জেনারেল সাইফুল আলম। শুনানি শুরু হলে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সময় চেয়ে আবেদন করেন। এ সময় কোর্ট দেখে, এ মামলার ফাইল আসেনি। তখন আদালত বলে, আমাদের প্রত্যাশা ছিল- আজকে ফাইল আসবে এবং আমরা শুনানি করতে পারব। কিন্তু ফাইল তো আসেনি। এ সময় আদালত দুদকের আইনজীবীকে দুই সপ্তাহের মধ্যে সব নথি দাখিল করতে নির্দেশ দেয়। জাহালমের জেল খাটার পেছনে কারা জড়িত সেই তদন্ত রিপোর্টও দাখিলের নির্দেশ দিয়ে ২ মে দিন ঠিক করে দেয়। ফেনী ট্রাইব্যুনালের বিচারককে শোকজ ॥ একটি হত্যাকা-ের ঘটনায় দায়ের করা মামলার বিচার ১৮০ কার্যদিবসে শেষ না করার ব্যাখ্যা দেয়ায় জন্য ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, পিপি ও মামলার তদন্ত কর্মকর্তাকে (আইও) কারণ দর্শানোর নোটিস দিয়েছে হাইকোর্ট। আগামী ৩০ এপ্রিলের মধ্যে তাদের এর জবাব দিতে বলা হয়েছে। সময় চাইলে বিজিএমইএ সভাপতির বিরুদ্ধে মামলা ॥ মুচলেকা দিয়ে ভবন ভাঙ্গার সময় নেয়ার পরও পুনরায় এক বছর সময় চেয়ে করা আবেদন প্রত্যাহার করতে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতিকে আইনী নোটিস পাঠানো হয়েছে।
×