ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রুশ এ্যাটম এক্সপোতে বাংলাদেশ প্রতিনিধি দল

প্রকাশিত: ১৩:০২, ১৭ এপ্রিল ২০১৯

রুশ এ্যাটম এক্সপোতে বাংলাদেশ প্রতিনিধি দল

বাংলানিউজ ॥ রাশিয়ার অবকাশ শহর সোচিতে সোমবার শুরু হয়েছে পরমাণু শক্তি বিষয়ক ১১তম আন্তর্জাতিক ফোরাম এ্যাটম এক্সপো। ফোরামটির আয়োজন করছে রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রসাটম। এ্যাটম এক্সপোর এ বছরের প্রতিপাদ্য ‘নিউক্লিয়ার ফর বেটার লাইফ’। দু’দিনব্যাপী ফোরামটিতে বাংলাদেশসহ ৭৪ দেশের ৩৬শ’র বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। বাংলাদেশ প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা, পরমাণু শক্তি বিশেষজ্ঞ ও সংবাদমাধ্যম প্রতিনিধি। এ্যাটম এক্সপোতে প্রথমবারের মতো অংশ নিয়েছে কাতার, বাহারাইন ও নিকারাগুয়া। ঢাকায় রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশনের (রসাটম) জনসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিশেষ বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন অংশগ্রহণকারী সবাইকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে, গঠনমূলক পরিবেশে এ্যাটম এক্সপো-২০১৯ অনুষ্ঠিত হবে এবং পারমাণবিক শিল্প যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে তার দীর্ঘমেয়াদী সমাধান আসবে এ ফোরাম থেকে।
×