ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইউজিসির সঙ্গে জুরিখ ইউনিভার্সিটির এমওইউ সই

প্রকাশিত: ১২:০৯, ১৭ এপ্রিল ২০১৯

ইউজিসির সঙ্গে জুরিখ ইউনিভার্সিটির এমওইউ সই

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং জুরিখ ইউনিভার্সিটি অব এপ্লাইড সাইন্সেসের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ে এক সমঝোতা স্মারক (এমওইউ) সুইজারল্যান্ডের ঢাকা দূতাবাসে ১৫ এপ্রিল স্বাক্ষরিত হয়। এ স্মারকের উদ্দেশ্য এপ্লাইড সাইন্সে উভয় দেশের পাবলিক রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে গবেষণা কার্যক্রম বিনিময় ও সম্প্রসারণ করা। এর আওতায় নির্বাচিত গবেষকদের সিড মানি, মবিলিটি গ্রান্ট ও ব্রিজিং গ্রান্ট প্রদান করা হবে। ইউজিসি সচিব ড. মোঃ খালেদ এবং জুরিখ ইউনিভার্সিটি অব এপ্লাইড সাইন্সেসের এপ্লাইড লিঙ্গুস্টিক অনুষদের ডিন প্রফেসর ড. ড্যানিয়েল পেরিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। -বিজ্ঞপ্তি
×