ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঢাবিতে অধ্যাপক ড. হাবিবা খাতুন ট্রাস্ট ফান্ড লেকচার

প্রকাশিত: ১২:০৭, ১৭ এপ্রিল ২০১৯

ঢাবিতে অধ্যাপক ড. হাবিবা খাতুন ট্রাস্ট ফান্ড লেকচার

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত অধ্যাপক ড. হাবিবা খাতুন ট্রাস্ট ফান্ড লেকচার-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ^বিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের স্পেশাল কনফারেন্স কক্ষে এই লেকচার অনুষ্ঠিত হয়। বিভাগীয় চেয়ারম্যান ড. মোঃ আতাউর রহমান মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘পলিটিক্স অফ কনফ্লিক্টিং এ্যালেজিয়েন্স বেঙ্গল, ১৯৩৭-৪০ কমেন্টেরি’ শীর্ষক বক্তৃতা প্রদান করেন বাংলাদেশ সুপ্রীমকোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম। এ সময় ফান্ডের দাতা বিভাগের অধ্যাপক ড. হাবিবা খাতুন উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন বিশ^বিদ্যালয় থেকে আগত শিক্ষকসহ বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ড. সৈয়দ রিফাত আহমেদ তার লিখিত বক্তব্যে ১৯৩৭ সাল থেকে ১৯৪০-এর মধ্যে ভারতবর্ষে চলমান সঙ্কট ও রাজনৈতিক বিরোধগুলোর বিভিন্ন দিক সম্পর্কে তুলনামূলক বিশ্লেষণ করেন। তিনি বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস, মুসলীগ লীগ, কংগ্রেসসহ তৎকালীন বিভাজনের রাজনীতিতে সক্রিয় থাকা দলগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ১৯৪০ সালের ২৪ মার্চ শেরে বাংলা এ কে ফজলুল হক উত্থাপিত লাহোর প্রস্তাব মুসলীম লীগের সভায় গৃহীত হয়। সেদিন জিন্নাহ ফজলুল হককে ভারতের সাংবিধানিক পরিকল্পনা নির্ধারণের সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছিলেন। এই সিদ্ধান্তের সমাধানটাই পাকিস্তানে বিপ্লব হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক ড. হাবিবা খাতুন তার বক্তব্যে বলেন, প্রতিবছরই এই ট্রাস্ট ফান্ড লেকচারের আয়োজন করা হয়। এবং প্রতিবারেই বিভাগের তিনজন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। আজকে একজন বিচারপতিকে লেকচারের বক্তা করা হয়েছে। একজন আইনজীবী যে দৃষ্টিতে ইতিহাসকে দেখেন, তা সকলের সামনে তুলে ধরার জন্যই তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
×