ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুপ্রভাত চলবে কি না-নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ১২:০৬, ১৭ এপ্রিল ২০১৯

সুপ্রভাত চলবে কি না-নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ রাজশাহীসহ দেশের বড় আম বাগানগুলোতে কেমিক্যাল ব্যবহার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন প্রত্যাহার করে নিয়েছে রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে একজন ম্যাজিস্ট্রেটের তদারকিতে পুলিশ পাহারার ব্যবস্থার নির্দেশ দিয়েছে চেম্বার জজ আদালত। অন্যদিকে সুপ্রভাত পরিবহনের ১৬৩ বাস চলাচলের অনুমতি চেয়ে বিআরটিএর চেয়ারম্যানকে দেয়া চিঠি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে চরমাকসুমুল গ্রামের এক গৃহবধূকে ‘ধর্ষণের’ পর বিষপানে তার আত্মহত্যার ঘটনায় রুল জারি করেছে আদালত। মঙ্গলবার সুপ্রীমকোর্টের চেম্বার জজ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছে। রাজশাহীসহ দেশের বড় আম বাগানগুলোতে কেমিক্যাল ব্যবহার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন প্রত্যাহার করে নিয়েছে রাষ্ট্রপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন এ্যাডভোকেট মনজিল মোরসেদ। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি শেষে আপীল বিভাগের বিচারপতি নুরুজ্জামানের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। মনজিল মোরসেদ জানান, রাজশাহী অঞ্চলের আম বাগানগুলোতে কেমিক্যাল ব্যবহার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন প্রত্যাহার করে নিয়েছে। গত সোমবার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ওই আবেদনটি করে। সুপ্রভাত পরিবহন চলাচলের বিষয় নিষ্পত্তির নির্দেশ ॥ সুপ্রভাত পরিবহনের ১৬৩ বাস চলাচলের অনুমতি চেয়ে বিআরটিএর চেয়ারম্যানকে দেয়া চিঠি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে দায়ের করা রিট নিষ্পত্তি করে মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোঃ আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ প্রদান করে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট আবু ইয়াহিয়া দুলাল। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এ্যাটর্নি জেনারেল পূরবী রানী সাহা ও পূরবী রানী শর্মা। এর আগে ১৯ মার্চ সকাল ৭টার দিকে রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত পরিবহনের (ঢাকা-মেট্রো-ব-১১-৪১৩৫) বাস চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর মারা যান। ঘটনার পর সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সুপ্রভাত ও জাবালে নূর চলাচল বন্ধের নির্দেশ দেন বিআরটিএ। পরে গত ১ এপ্রিল সুপ্রভাত পরিবহনের (ম্যানেজিং ডিরেক্টর) পরিচালক মোঃ আশরাফ আলী ১৬৩ বাস চলাচলের অনুমতি চেয়ে বিআরটিএকে চিঠি দেয়। সুবর্ণচরে ‘ধর্ষণের’ ঘটনায় হাইকোর্টের রুল ॥ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে চরমাকসুমুল গ্রামের এক গৃহবধূকে ‘ধর্ষণের’ পর বিষপানে তার আত্মহত্যার ঘটনায় রুল জারি করেছে হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করে। মোটরবাইক চাপায় পিতা নিহত, ট্রেনে কাটা পড়ে মৃত ১ স্টাফ রিপোর্টার ॥ ছেলের সামনেই মোটরসাইকেল চাপায় পিতার মৃত্যু হয়েছে। সেনাবাহিনী মাঠ পর্যায়ের চাকরির জন্য ইন্টারভিউ দেয়া হলো না ছেলের। এছাড়া ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ছয়টার দিকে রাজধানীর বাড্ডা নতুন বাজার এলাকায় পূবালী ব্যাংকের সামনে মোটরসাইকেল চাপায় ছেলের সামনেই পিতা দেবরাজ চন্দ্র দাশের (৪৫) মৃত্যু হয়। ছেলে ইমন চন্দ্র দাশ হাসপাতালে সাংবাদিকদের জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার শিয়ালদিরপার গ্রামে।
×