ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারী আসছে ভারতের ইস্ট বেঙ্গল ক্লাব!

প্রকাশিত: ১২:০২, ১৭ এপ্রিল ২০১৯

নীলফামারী আসছে ভারতের ইস্ট বেঙ্গল ক্লাব!

তাহমিন হক ববী, নীলফামারী থেকে ॥ বসুন্ধরা কিংসের আমন্ত্রণে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে শতাব্দী প্রাচীন ভারতের বিখ্যাত ইস্ট বেঙ্গল ক্লাবের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতায় ভারতের ঘরোয়া পেশাদার লীগের (আই-লীগ) বর্তমান রানার্সআপ ইস্ট বেঙ্গল ক্লাব ও বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা কিংসের মধ্যে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ২৬ এপ্রিল, নীলফামারীর শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে। এ খবর ছড়িয়ে পড়ায় এখানকার ফুটবলপ্রেমীদের মাঝে আনন্দের জোয়ার বয়ে গেলেও মঙ্গলবার নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন জানান- বিষয়টি এখনও ধোঁয়াশার মধ্যেই রয়েছে। তবে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেছেন, ‘ইস্ট বেঙ্গল আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছে। তারা আসতে চায়, তবে আমরা চাই একটি ম্যাচ খেলতে, কিন্তু তারা আরও ম্যাচ খেলতে চাইছে। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। আগামী দুই দিনের মধ্যে হয়তো বিষয়টি চূড়ান্ত হবে আশা করি।’ নীলফামারীর এই মাঠটি বসুন্ধরা কিংসের হোম ভেন্যু। এই মাঠে ২০১৮ সালের ২১ সেপ্টেম্বর বসুন্ধরা কিংসের আমন্ত্রণে প্রীতি ম্যাচ খেলেছিল মালদ্বীপ চ্যা¤িপয়ন নিউ রেডিয়েন্ট ক্লাব। ওই খেলায় বসুন্ধরা কিংস ৪-১ গোলে জিতেছিল। এরও আগে এই মাঠে ২০১৮ সালের ২৯ আগস্ট প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল বনাম শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দল। ওই খেলায় বাংলাদেশ হেরেছিল ১-০ গোলে। গত বছরের ২০ অক্টোবর শেখ কামাল আর্ন্তজাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। চট্টগ্রাম আবাহনী আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশের তিনটিসহ বিদেশের মোট আট ক্লাব। ৩০ অক্টোবর অনুষ্ঠিত ফাইনালে ভারতের কোলকাতার ইস্ট বেঙ্গল ৩-১ গোলে হেরেছিল চট্টগ্রাম আবাহনীর কাছে। সূত্রমতে, বাংলাদেশ প্রিমিয়ার লীগে বসুন্ধরা কিংসের প্রথম লেগের খেলা শেষ হচ্ছে বুধবার (বিপক্ষ চট্টগ্রাম আবাহনী)। তাদের দ্বিতীয় লেগ শুরু হবে ৪ মে থেকে। এর ফাঁকেই বসুন্ধরা একটি আন্তর্জাতিক ম্যাচের স্বাদ নিতে চায়।
×