ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার ক্রিকেটে ব্রাদার্সকে উড়িয়ে দিলো উত্তরা এসসি

আবাহনী-মোহামেডান দ্বৈরথ আজ

প্রকাশিত: ১২:০০, ১৭ এপ্রিল ২০১৯

আবাহনী-মোহামেডান দ্বৈরথ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের সুপার লীগ চলছে। আরেকদিকে রেলিগেশন লীগও শুরু হয়ে গেছে। সুপার লীগে আজ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার লড়াই হবে। সকাল নয়টায় বিকেএসপিতে দুই দলের দ্বৈরথ শুরু হবে। আরেকদিকে মঙ্গলবার শুরু হওয়া রেলিগেশন লীগে ব্রাদার্স ইউনিয়নকে ১৮৮ রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে উত্তরা স্পোর্টিং ক্লাব। রেলিগেশন লীগের মঙ্গলবারের ম্যাচে আগে ব্যাটিং করে শানাজ আহমেদের ১১৪ রানে ৬ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩১৩ রান করে উত্তরা এসসি। মহিমেনুল খান ৬৬ রান করেন। জবাব দিতে নেমে ২৯.২ ওভারে ১২৫ রানেই গুটিয়ে যায় ব্রাদার্স। জাহিদুজ্জামান ৪২ রান করেন। মহিমেনুল খান ৫ উইকেট নেন। ব্রাদার্সকে সহজেই হারায় উত্তরা এসসি। রেলিগেশন লীগে তিন দলের মধ্যে একদল আগামী মৌসুমে লীগে খেলা নিশ্চিত করে রাখবে। এ লীগ নিয়ে বিশেষ নজর নেই। তবে সুপার লীগ নিয়ে আছে ভাবনা। সুপার লীগ শেষেই যে এবারের আসরের চ্যাম্পিয়ন দলটি মিলবে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ২০ পয়েন্ট পাওয়া লিজেন্ডস অব রূপগঞ্জ এগিয়ে রয়েছে। দলটি আজ ফতুল্লায় শেখ জামালের মুখোমুখি হবে। আর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব লড়াই করবে। মোহামেডানের শিরোপা স্বপ্ন শেষ। তবে আবাহনীর সেই স্বপ্ন বেঁচে আছে। ভালভাবেই বেঁচে আছে। এজন্য আজ মোহামেডানকেও হারাতে হবে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই হবে। তবে এখন আর দুই দল চিরপ্রতিদ্বন্দ্বীর উত্তেজনায় ভাসে না। এখন এই দুই দলের লড়াইয়ে আমেজ নেই। এই ম্যাচকে ঘিরে আগে কত উত্তেজনা ছড়াত। কত লড়াইয়ের আমেজ থাকত। সবার মধ্যেই স্থায়ুচাপ থাকত। সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়াত। কর্মকর্তাদের মধ্যে সবসময়ই চিন্তা কাজ করত। হারলেই বিপদ। এমন ভাব সবসময়ই দেখা যেত। ক্রিকেটাররা খেলা শুরুর আগের দিন থেকেই থাকতেন স্থায়ুচাপে। অথচ এখন এ দুই দলের ম্যাচকে ঘিরে যেন ম্যাড়ম্যাড়ে ভাব এসে গেছে। দুই দলের কর্মকর্তারা এখন আর ম্যাচকে ঘিরে চিন্তায় থাকেন না। তারা যে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) একই সারিতে থাকেন। একই সঙ্গে থাকেন। দর্শকদের মাঝেও সেই রকম উত্তেজনা লক্ষ্য করা যায় না। তবে ক্রিকেটারদের মাঝে শুধু পারফর্ম করার জেদ থাকে। আজও কী সেই ত্যাজ মোহামেডান ক্রিকেটারদের মধ্যে থাকবে? তা দেখা যাবে। তবে আবাহনীর ক্রিকেটাররা ম্যাচটি জিততে চাইবেন। জিতলে যে শিরোপা জেতার স্বপ্ন বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে থাকবে।
×