ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দ্বিতীয় পর্বের ভোট কাল, আলোচনায় ফেরদৌস

প্রকাশিত: ১১:১৮, ১৭ এপ্রিল ২০১৯

দ্বিতীয় পর্বের ভোট কাল, আলোচনায় ফেরদৌস

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় পর্বের ভোট আগামীকাল বৃহস্পতিবার। এ পর্বের ভোট শুরুর ঠিক আগে বাংলাদেশী অভিনেতা ফেরদৌসকে নিয়ে রাজনীতি সরগরম হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে সোমবার অংশ নিয়ে জটিলতায় জড়িয়েছেন ফেরদৌস। তিনি কোড অব কন্ডাক্ট ভাঙ্গার অভিযোগে তার ভিসা বাতিল করা হয়েছে। মঙ্গলবার রাতেই তিনি দেশে ফেরেন। দ্বিতীয় ধাপের ভোট সামনে রেখে চলছে জোর প্রচার, অভিযোগ, পাল্টা অভিযোগ। প্রথম ধাপের অনিয়ম ও সহিংসতা রোধে নিরাপত্তা বাহিনীর আরও সদস্য নামানো হচ্ছে। দ্বিতীয় ধাপে ১৩ রাজ্য-অঞ্চলের ৯৭ আসনে ভোট অনুষ্ঠিত হবে। এরমধ্যে আসামের ৫, বিহারের ৫, ছত্তিশগড়ের ৩, কাশ্মীরের ২, কর্নাটকের ১৪, মহারাষ্ট্রের ১০, মনিপুরের ১, উড়িষ্যার ৫, তামিলনাড়ুর ৩৯, ত্রিপুরার ১, পশ্চিমবঙ্গের ৩ এবং পুড়ুচেরির ১টি আসন। মোট ৭ ধাপের এই ভোটের তৃতীয় ধাপ হবে ২৩ এপ্রিল। নির্বাচন শেষ হলে আগামী ২৩ মে থেকে ভোট গণণা শুরু হবে। সেদিনই ঘোষণা হবে ফল। ভারত ছাড়ার নির্দেশ পেয়ে ঢাকায় ফেদৌস ॥ পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে প্রচারে অংশ নিতে যাওয়া বাংলাদেশের অভিনেতা ফেরদৌসকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার রাতেই তিনি ঢাকায় ফেরেন। তিনি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের একটি আসনে তৃণমূল প্রার্থীর পক্ষে প্রচারে গিয়েছিলেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে কালো তালিকাভুক্ত করেছে। এছাড়া তার ভিসাও বাতিল করা হয়েছে। হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ফেরদৌস ভিসা বিষয়ক আচরণবিধি লঙ্ঘনের খবর তাদের নজরে আসার পর তার ভিসা বাতিল করা হয়েছে। এ ছাড়া তাকে কালো তালিকাভুক্ত ও দেশ ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। রবিবার ফেরদৌস রায়গঞ্জ আসনের করণ দিঘি থেকে ইসলামপুর পর্যন্ত তৃণমূলের প্রচার মিছিলে অংশ নেন। এলাকাটি বাংলাদেশ সীমান্তের কাছে। নির্বাচনী ওই প্রচারে ফেরদৌসের সঙ্গে ছিলেন ভারতীয় বাংলা সিনেমার দুই তারকা অঙ্কুশ হাজরা ও পায়েল।
×