ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিশু অধিকার রক্ষায় রাজধানীতে শুক্রবার কনসার্ট

প্রকাশিত: ১১:১৮, ১৭ এপ্রিল ২০১৯

শিশু অধিকার রক্ষায় রাজধানীতে শুক্রবার কনসার্ট

স্টাফ রিপোর্টার ॥ শিশুদের সুরক্ষা ও অধিকার আদায়ের লক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হবে সচেতনতামূলক কনসার্ট। আগামী শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেবিআই) মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘চাইল্ড রাইটস এ্যাওয়ারনেস কনসার্ট’ শীর্ষক এ সঙ্গীতায়োজন। এতে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী সাবিনা ইয়াসমিন ও হাসান আবিদুর রেজা জুয়েল। আয়োজনে উপস্থিত থাকবেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। এছাড়াও কনসার্টে থাকবে নৃত্যশিল্পীদের পরিবেশনা। কনসার্টটির আয়োজন করবে ডিস্ট্রেসড চিলড্রেন এ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই)। শিশুশ্রম রোধ, শিশু অধিকার সুরক্ষা, অন্ধত্ব নিবারণসহ শিশুদের অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসা সংস্থাটি একই উদ্দেশে এবার আয়োজন করবে এ কনসার্ট। এতে সহ-আয়োজক হিসেবে থাকছে সাইট ফর চিলড্রেন (আরএসসি)। মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বারডেম হাসপাতালের সেক্রেটারি জেনারেল ও ডিসিআই-এর কান্ট্রি ডিরেক্টর প্রফেসর এ. কে. আজাদ খান, শিল্পী ও ডিসিআই গুডউইল এ্যাম্বাসেডর সাবিনা ইয়াসমিন, শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল, ডিসিআই-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এহসান হক, এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিফ আহমেদ প্রমুখ। সাবিনা ইয়াসমিন বলেন, অসহায় শিশুদের জন্য কাজ করতে পারাটা আনন্দের। এই সংস্থার এত বিশালতা আমার জানা ছিল না। ডিসিআই-এর কার্যপ্রণালীও অন্যরকম। একটা দেশের শিশু অন্য দেশের শিশুদের সহযোগিতা করছে, এটা সত্যিই দারুণ ব্যাপার। এই আয়োজনের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি আনন্দিত। সমাজ থেকে শিশুশ্রম দূর করা এবং শিশুদের জন্য সুন্দর ভবিষ্যত গড়ে দেয়ার ক্ষেত্রে এই সংগঠন আরও বড় পরিসরে কাজ করে যাবে এটাই প্রত্যাশা। হাসান আবিদুর রেজা জুয়েল বলেন, আমার এক প্রবাসী বন্ধুর মাধ্যমে এই সংগঠনের সঙ্গে যুক্ত হই। তার কাছ থেকে সংগঠনটির কনসেপ্ট শুনেই আমি মুগ্ধ হই। তাই তাদের সঙ্গে কাজ করছি। তাছাড়া আগামী ১৯ এপ্রিলের কনসার্টে সাবিনা আপার সঙ্গে আমিও একই স্টেজে পারফর্ম করতে পারব, এটা আমার জন্য গর্বের বিষয়। ডিসিআই-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এহসান হক বলেন, শিশুরাই আগামীর নাগরিক, দেশের ভবিষ্যত কর্ণধার। তাদের অধিকার সুরক্ষায় আমরা নানা উদ্যোগ গ্রহণ করেছি। তারই ধারাবাহিকতায় আয়োজিত হচ্ছে এ কনসার্ট।
×