ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদার প্যারোলে মুক্তির খবর ভিত্তিহীন

প্রকাশিত: ১১:১৪, ১৭ এপ্রিল ২০১৯

খালেদার প্যারোলে মুক্তির খবর ভিত্তিহীন

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির খবর ভিত্তিহীন মন্তব্য করে এ বিষয়ে তিনি বা তাঁর পরিবার কোন সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার বিচারের সম্ভাবনা দেখছি না। একটি ইংরেজী পত্রিকায় উদ্ধৃতি দিয়ে মির্জা ফখরুল দিন-তারিখ উল্লেখ করে খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে চলে যাওয়ার খবর প্রকাশিত হয়েছে, যা ডাহা মিথ্যা দাবি করে ফখরুল। খবর প্রকাশের আগে আমার সঙ্গে কথা বলেছে, আমি বলেছি এটা ভিত্তিহীন। তারপরও খবর প্রকাশ করেছে। আমি এ ধরনের হলুদ সাংবাদিকতা পরিহার করার আহ্বান জানাচ্ছি। খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে সংবাদ প্রকাশে গণমাধ্যমকর্মীদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে ফখরুল বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই খালেদা জিয়ার প্যারোলের বিষয়ে কোন সিদ্ধান্ত দেননি। অথচ কয়েকদিন ধরে বিষয়টি মিডিয়ায় আলোচনা হচ্ছে। গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজ চাপে আছেন মন্তব্য করে তিনি বলেন, গণমাধ্যম সুপরিকল্পিতভাবে একটা শ্রেণী নিয়ন্ত্রণ করে যাচ্ছে, যারা শাসকগোষ্ঠীর ইচ্ছে মতো সমাজ নির্মাণে সহায়তা করছে। এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে যাতে অনেক জনপ্রিয় লোকেরাও টকশোতে আসছেন না। এর ফলে সত্য কথাগুলো নিয়ে জনগণের কাছে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে। তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে একটি শ্রেণী ভাল আছে তবে বেশিরভাগ সাংবাদিকদের চাকরি নেই। সত্য কথা বলায় ৩০ ডিসেম্বরের নির্বাচনের পর কারও কারও চাকরি চলে গেছে। মির্জা ফখরুল বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। সারাদেশে অরাজকতা চললেও সরকারের কোন জবাবদিহিতা নেই। নুসরাত হত্যাকা- ও সুবর্ণচরে গণধর্ষণের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক কারণে ধর্ষণের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের নিরাপত্তা দিতে পারছে না। তারা রাজনৈতিক বিবেচনায় কাজ করছে। তিনি বলেন, ফেনীতে যে ঘটনা ঘটেছে সেটি মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। ফখরুল বলেন, রাজনীতি এমন কলুষিত হয়েছে যে, ভাল মানুষ রাজনীতিতে টিকতে পারছে না। ১৯৭১ সালে স্বাধীনতার জন্য যেমন আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম তেমনি এখন স্বাধীনতা রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলন সংগ্রাম করে খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠিত করতে হবে। তিনি বলেন, ভূ-রাজনীতির পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তন সামনে রেখেই এগোতে হবে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে এ সংগঠনের বার্ষিক সাধারণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, আব্দুস শহীদ, আব্দুল হাই শিকদার প্রমুখ। নুসরাত হত্যার বিচারের সম্ভাবনা দেখছি না- নজরুল ॥ ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকা-ের সঙ্গে সরকারী দলের লোক জড়িত অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এ হত্যাকা-ের বিচারের সম্ভাবনা দেখছি না। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নুসরাত জাহান রাফি হত্যাকা-ের প্রতিবাদে বিএনপির অঙ্গ সংগঠন ওলামাদল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
×