ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রাথমিক প্রতিবেদন প্রকাশ

তিন দশকে অর্ধেক তাঁত বন্ধ, তাঁতি কমেছে সাত লাখের বেশি

প্রকাশিত: ১১:০৯, ১৭ এপ্রিল ২০১৯

তিন দশকে অর্ধেক তাঁত বন্ধ, তাঁতি কমেছে সাত লাখের বেশি

স্টাফ রিপোর্টার ॥ দেশের হস্তচালিত তাঁতিরা ভাল নেই। সময়ের সঙ্গে সঙ্গে ক্রমেই কমে আসছে বা বন্ধ হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলার গৃহস্থালি ও শিল্পকারখানার ঐতিহ্যবাহী তাঁতগুলো। কেউ কেউ নিরুপায় হয়ে পেশা পরিবর্তন করে অন্য পেশায় চলে যাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক হিসাবে উঠে এসেছে, গত তিন দশকে অর্ধেক তাঁত বন্ধ হয়ে গেছে। সেই সঙ্গে তাঁতির সংখ্যা কমেছে সাত লাখেরও বেশি। দেশের হস্তচালিত শিল্পটি বেঁচে আছে পার্বত্য তিন জেলার ওপর নির্ভর করে। এই তিন জেলায় আছে দেশের অর্ধেকের বেশি তাঁত। মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আয়োজিত তাঁত শুমারি ২০১৮ প্রাথমিক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এদিন প্রাথমিক প্রতিবেদনটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
×