ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্ত্রীর ‘অপরাধে’ যাজকের নির্বাসন

প্রকাশিত: ১১:০৯, ১৭ এপ্রিল ২০১৯

স্ত্রীর ‘অপরাধে’ যাজকের নির্বাসন

স্ত্রী সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়ার অপরাধে রাশিয়ার এক যাজককে শাস্তিস্বরূপ প্রত্যন্ত একটি গ্রামে বদলি করা হয়েছে। উরাল অঞ্চলের সের্গেই জোটোভ একজন অর্থোডক্স যাজক। তার স্ত্রী ওকসানা জোটোভা মাগনিতোরোস্ক নগরীতে একটি বিউটি সেলুন পরিচালনা করেন। সম্প্রতি তিনি ‘মিস সেনসুয়ালিটি’ পুরস্কার জেতেন। রাশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম পিকাবুতে একটি অজ্ঞাতনামা এ্যাকাউন্ট থেকে এক পোস্টে জোটোভা যাজকের স্ত্রী বলে জানানো হয়। তারপরই এ নিয়ে আলোচনা-সমালোচনা ও বিতর্কের ঝড় ওঠে। পরিণতিতে জোটোভকে মাগনিতোগোরোস্ক গির্জা থেকে বদলি করে ফেরশামপেনুয়াজ গ্রামে পাঠানো হয়। ছোট্ট গ্রামটির লোকসংখ্যা মাত্র চার হাজার। মাগনিতোগোরোস্ক গির্জার প্রধান যাজক ফেওডোর সাপ্রিকিন বলেন, ‘কোন অনুষ্ঠানে একজন যাজকের স্ত্রীর নিজেদের খোলামেলাভাবে উপস্থাপন করা নিদারুণ পাপ। তার স্ত্রী পাপ স্বীকার না করা পর্যন্ত তাকে পুনর্বাসন করা হবে না। যদি তিনি নিজের পরিবারকেই নিয়ন্ত্রণ করতে অক্ষম হন, তবে তিনি কেমন যাজক? তিনি কিভাবে নিজের ধর্মসভা পরিচালনা করবেন?’-বিবিসি
×