ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শব-ই-বরাত ২১ এপ্রিল, আগের সিদ্ধান্ত বহাল

প্রকাশিত: ১১:০৭, ১৭ এপ্রিল ২০১৯

শব-ই-বরাত ২১ এপ্রিল, আগের সিদ্ধান্ত বহাল

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র লাইলাতুল বরাত পালনের জন্য আগের সিদ্ধান্তই বহাল রেখেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ফলে আগামী ২১ এপ্রিল রবিবার রাতেই পালিত হচ্ছে দিবসটি। মঙ্গলবার ধর্মপ্রতিমন্ত্রী এ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ নিজ কার্যালয়ে শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে এই সিদ্ধান্তের কথা জানান সংবদ সম্মেলনে। তিনি বলেন, গত ১৩ এপ্রিল গঠিত উপকমিটির সুপারিশের আলোকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গত ৬ এপ্রিল সন্ধ্যায় শাবান মাসের চাঁদ দেখা পর্যালোচনা এবং পবিত্র লাইলাতুল বরাতের তারিখ নির্ধারণে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। কমিটি সারাদেশে চাঁদ দেখা পর্যালোচনা শেষে ওই দিন জানায় দেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৭ এপ্রিল রজব মাস ৩০ দিন পূর্ণ হবে। ৮ এপ্রিল থেকে শাবান মাসের গণনা শুরু হবে। এই হিসেবে ২১ এপ্রিল রবিবার রাতে পালিত হবে লাইলাতুল বরাত। কিন্তু একটি বেসরকারী সংগঠনের পক্ষ থেকে চাঁদ কমিটির এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ জানালো চাঁদ দেখা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।
×