ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুড়ে গেছে প্যারিসের নটর ডেম ক্যাথেড্রাল

প্রকাশিত: ১১:০৫, ১৭ এপ্রিল ২০১৯

পুড়ে গেছে প্যারিসের নটর ডেম ক্যাথেড্রাল

জনকণ্ঠ ডেস্ক ॥ ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহ্যবাহী নটর ডেম গির্জা অগ্নিকা-ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ সাড়ে আটশ’ বছরের পুরনো এই গির্জাটির উঁচু টাওয়ার ও ছাদ ধসে পড়ে। বিধ্বস্ত হয়ে গেছে কয়েক শতাব্দীর পুরনো ঐতিহ্য। রাজধানীর কেন্দ্রস্থলের এই ‘আইকনিক’ স্থাপনায় সোমবার বিকেলে আকস্মিকভাবে আগুন লাগে। নটর ডেম ক্যাথেড্রালকে ফরাসী জাতির ‘আত্মা’ হিসেবে বর্ণনা করা হয়। এ ঘটনায় মুষড়ে পড়া ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বিশ্ব ঐতিহ্যের অংশ এই গির্জাটিকে পুনর্নির্মাণের ঘোষণা দেন। এদিকে নটর ডেম গির্জা পুড়ে যাওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকপ্রকাশ করেছেন। -খবর বিবিসি, এএফপি, দ্য গার্ডিয়ান ও ওয়াশিংটন পোস্টের। অগ্নিকা-স্থলে পৌঁছে ম্যাক্রোঁ বলেন, ‘নটর ডেম ক্যাথেড্রালের সঙ্গে পুরো ফরাসী জাতির আবেগ জড়িয়ে রয়েছে। সব ক্যাথলিক ও দেশবাসীর জন্য সমবেদনা। সবার মতো আমিও নিজেদের অস্তিত্বের একটি অংশকে এভাবে পুড়তে দেখে দুঃখ ভারাক্রান্ত। এটি পুনর্নির্মাণ করার ব্যবস্থা করা হবে।’ সোমবার মধ্যরাতে ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘সবচেয়ে খারাপ পরিণতি এড়ানো গেছে।’ দ্বাদশ শতাব্দীর অনন্য নির্মাণশৈলীর গির্জাটি দেখতে প্রতিবছর লাখো পর্যটক প্যারিসে ভিড় করেন। ফায়ার সার্ভিসের প্রায় চারশ’ সদস্য সারারাত গির্জার আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। মঙ্গলবার ভোরের দিকে ফায়ার সার্ভিস ঘোষণা দেয়, গির্জার আগুন নিয়ন্ত্রণে এসেছে। গির্জায় আগুন লাগার প্রায় নয় ঘণ্টা পর তা নিয়ন্ত্রণের ঘোষণাটি আসে। প্যারিস ফায়ার ব্রিগেডের প্রধান জ্যাঁ ক্লদ গ্যালে বলেন, ‘গির্জার প্রধান কাঠামো রক্ষা পেয়েছে। দুটি টাওয়ারও টিকে গেছে। সবাইকে সঙ্গে নিয়ে এটি পুনর্নির্মাণ করব আমরা। এটি নিঃসন্দেহে ফ্রান্সের ভবিষ্যতের অংশ হবে এবং আগামী বছরগুলোতে আমাদের প্রধান প্রকল্প হতে যাচ্ছে। নটর ডেম পুনর্নির্মাণ করব কারণ ফরাসীরা এটিই প্রত্যাশা করে।’ এটি ধার্মিক-অধার্মিক ‘সব ফরাসীর’ ক্যাথেড্রাল এবং এটি তাদের জীবনের ‘অন্যতম কেন্দ্র’ বলে মন্তব্য করেন তিনি। এদিকে ভবনটি রক্ষায় অগ্নিনির্বাপণ কর্মীদের তৎপরতার প্রশংসা করেছেন ম্যাক্রোঁ। তিনি বলেন, ‘অগ্নিনির্বাপণ কর্মীদের তৎপরতায় আরও খারাপ পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে। তাদের সাহসিকতার জন্য ধন্যবাদ।’ জরাজীর্ণ ভবনটি রক্ষার জন্য গত বছর ফ্রান্সের ক্যাথলিক চার্চ তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছিল। ১২শ‘ শতক থেকে প্যারিসে দাঁড়িয়ে আছে নটর ডেম। এই ক্যাথেড্রালটি সর্বশেষ বড় ধরনের ক্ষতির শিকার হয়েছিল ফরাসী বিপ্লবের সময়। ইতিহাসবিদ কামিলি পাস্কাল ফরাসী গণমাধ্যম বিএফএমটিভিকে বলেন, আগুন ধ্বংস করে দিচ্ছে অমূল্য ঐতিহ্য। শতাব্দীর পর শতাব্দী ধরে আনন্দ-বেদনায় নটর ডেমের ঘণ্টাধ্বনি তাকে স্মরণীয় করে রেখেছে। প্যারিসের মেয়র অ্যানি হিদালগো বলেন, ভবনটির ভেতরে প্রচুরসংখ্যক শিল্পকর্ম রয়েছে...এটা একটা সত্যিকারের ট্রাজেডি। প্রতিবছর নটর ডেম ক্যাথেড্রাল দেখতে এক কোটি ৩০ লাখ দর্শনার্থী ফ্রান্স সফর করেন। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটিজে সাইট, যা ১২ এবং ১৩ শতকজুড়ে নির্মিত হয়েছিল। সংস্কার কাজের জন্য ঢোকার মুখে বেশ কয়েকটি প্রতিমা সরানো হয়েছিল। ভবনের ছাদের বেশিরভাগই ছিল কাঠ দিয়ে তৈরি, যা পুড়ে নষ্ট হয়ে গেছে। দুই বিশ্বযুদ্ধের ধকল থেকেই এটি টিকে গিয়েছিল। প্রত্যক্ষদর্শী সামান্থা সিলভা বলেন, ‘আমার অনেক বন্ধু-বান্ধব দেশের বাইরে থাকেন এবং যখনই তারা আসে প্রতিবার আমি তাদের বলি নটর ডেম বেরিয়ে এসো। অনেকবার আমি সেখানে গেছি, কিন্তু কখনোই এক রকম মনে হয়নি। এটা প্যারিসের সত্যিকারের প্রতীক।’ যেভাবে আগুন ছড়িয়ে পড়ে ॥ সোমবার বিকেলে অগ্নিকা-ের সূত্রপাত হওয়ার পর দ্রুত তা ছাদে ছড়িয়ে পড়ে। ক্যাথিড্রালের ছাদে যখন আগুন জ্বলতে থাকে এবং ভবনের জানালা পুড়ে যায় তখন প্রকা- শব্দ শোনা যায়। উঁচু টাওয়ার খসে পড়ার আগে তা কাঠের তৈরি কাঠামো ধ্বংস করে দেয়। একটি বেল টাওয়ার ধসের হাত থেকে রক্ষায় কাজ করেন ৫০০ অগ্নিনির্বাপণকর্মী। ক্যাথেড্রালের শিল্পকর্ম সংরক্ষণ এবং এর উত্তরাংশে টাওয়ার রক্ষার জন্য রাতভর সর্বাত্মক চেষ্টা চালানো হয়। ভবনের আশেপাশের রাস্তায় হাজার হাজার মানুষ জড়ো হন আগুনের ঘটনা প্রত্যক্ষ করবার জন্য। এ সময় অনেককে কাঁদতে দেখা যায়, একই সময়ে অন্যরা দুঃখ করছিলেন, কেউবা প্রার্থনা করছিলেন। রাজধানীর অনেক গির্জায় বেল বাজাতে শোনা যায়। বিশ্বনেতাদের প্রতিক্রিয়া ॥ ঐতিহাসিক এই গির্জায় অগ্নিকা-ের ঘটনায় দুঃখপ্রকাশ করে দ্রুত আগুন নেভাতে উড়ন্ত জলকামান ব্যবহারের পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জার্মান চ্যাঞ্চেলর আঙ্গেলা ম্যার্কেল ফ্রান্সের জনগণের প্রতি তার সমর্থনের কথা জানিয়েছেন এবং নটর ডেমকে তিনি ‘ফ্রান্স এবং ইউরোপীয় সংস্কৃতির প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে এক টুইটে লিখেছেন, ‘ফ্রান্সের জনগণের সঙ্গে এবং জরুরী পরিষেবাগুলোর সঙ্গে যারা নটর ডেম ক্যাথেড্রালে ভয়ানক অগ্নিকা-ের বিরুদ্ধে লড়াই করছেন তাদের প্রতি সমবেদনা।’ এই অগ্নিকা-ের খবরে শোক জানিয়ে ফরাসী ফায়ার সার্ভিসের জন্য প্রার্থনার কথা জানিয়েছে ভ্যাটিকান। প্রধানমন্ত্রী হাসিনার শোক প্রকাশ ॥ প্যারিসের ‘আইকনিক’ স্থাপনা নটর ডেম ক্যাথেড্রাল আগুনে পোড়ায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে পাঠানো এক বার্তায় তিনি বলেছেন, এই ক্যাথেড্রালের ক্ষয়ক্ষতি শুধু ফ্রান্সের জনগণই নয়, পুরো মানবজাতির জন্য ‘দুঃখজনক ও হৃদয় বিদারক’। প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত এই ক্যাথেড্রালে সোমবার বিকেলে আকস্মিকভাবে আগুন লেগে তা পুরো গির্জা ভবনে ছড়িয়ে পড়ে। এরই এক পর্যায়ে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ সাড়ে আটশ’ বছরের পুরনো গির্জাটির উঁচু মিনার ও ছাদ ধসে পড়ে। ধ্বংস হয়ে যায় কয়েক শতাব্দীর পুরনো ঐহিত্য। প্রায় আট ঘণ্টা ধরে আগুন জ্বলার পর মঙ্গলবার ভোররাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকা-ের পর গির্জার মূল কাঠামো এবং দুটি বেল টাওয়ার রক্ষা করা গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো ওই শোকবার্তায় বলা হয়েছে, ‘ফরাসী জনগণের কষ্ট ও বেদনা আমরাও অনুভব করছি।’ ফ্রান্সের জনগণ যাতে এই ক্ষতি কাটিয়ে উঠতে পারে সেই প্রার্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
×