ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কেসিসির পৌরকর আদায় মেলা শুরু

প্রকাশিত: ০৯:৪২, ১৭ এপ্রিল ২০১৯

কেসিসির পৌরকর আদায় মেলা শুরু

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) পক্ষকালব্যাপী পৌরকর আদায় মেলা মঙ্গলবার থেকে কেসিসি চত্বরে শুরু হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এ মেলা চলবে। এ বছর ৮৩ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কেসিসি মাঠে নেমেছে। মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকাদর আব্দুল খালেক। এ সময় সিটি মেয়র বলেন, বাংলাদেশের বাজেট এখন স্বনির্ভরশীল। সারাদেশের মতো খুলনাতেও ব্যাপক উন্নয়ন কর্মকা- পরিচালিত হচ্ছে। এ সকল উন্নয়ন কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য নগরবাসীদের এগিয়ে আসতে হবে। সময়মতো পৌরকর পরিশোধ না করলে উন্নয়ন কর্মকা- ও নাগরিক সেবাসমূহ ব্যাহত হয়। মেয়র সময়মতো পৌরকর পরিশোধ করে নগরের উন্নয়ন কর্মকা-ে সম্পৃক্ত হওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। এ সময় তিনি মেলা চলাকালীন পৌরকর পরিশোধকারীদের জন্য ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র আলী আকবর টিপু, কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, আবুল কালাম আজাদ বিকু, মোহম্মদ আলী, গোলাম মাওলা সানু ও কেসিসির সচিব মোঃ আজমুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ আব্দুর রহমান। রাজশাহীতে হোল্ডিং ট্যাক্স আদায় কর্মসূচী শুরু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ১৫ দিনব্যাপী হোল্ডিং ট্যাক্স আদায় পক্ষ-কর্মসূচী শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরভবনের বঙ্গবন্ধু কর্নার সংলগ্ন চত্বরে কর্মসূচীর উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ রজব আলী। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা নাগরিকদের কাছ থেকে রাজস্ব পেলে সিটি কর্পোরেশন ভালভাবে সেবা প্রদান করতে পারব। এ সময় তিনি সকল নাগরিকদের কর পরিশোধের আহ্বান জানান। সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে রাজশাহী। বিগত সময়ে বায়ুদূষণ রোধে বিশে^ প্রথম হয়েছিল রাজশাহী। তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধ করি, বদলে দেই রাজশাহী।
×