ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রেজিস্ট্রেশন ফি কমানোর দাবি রিহ্যাবের

প্রকাশিত: ০৯:৪২, ১৭ এপ্রিল ২০১৯

রেজিস্ট্রেশন ফি কমানোর দাবি রিহ্যাবের

অর্থনৈতিক রিপোর্টাার ॥ রেজিস্ট্রেশন ফি হ্রাস এবং ভ্যাট, ট্যাক্স কমিয়ে আনাসহ বিভিন্ন দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে বৈঠক করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নেতৃবৃন্দ। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে ২০১৯-২০২০ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় এ দাবি জানান রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন এবং সহ-সভাপতি (প্রথম) লিয়াকত আলী ভূইয়া। ২০১৯-২০ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় বিএলডিএ, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, সিমেন্ট মিলস এ্যাসোসিয়েশনসহ বেশ কয়েকটি সংগঠন অংশ নেয়। এ সময় এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়াসহ সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলমগীর শামসুল আলামিন বলেন, ফ্ল্যাট ও জমি ক্রয়ের ক্ষেত্রে কয়েক বছর ধরে ১৪-১৬% অতিমাত্রার নিবন্ধন ব্যয় বিদ্যমান। একই সঙ্গে পুরাতন ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে পুনরায় নতুন ফ্ল্যাটের সমান রেজিস্ট্রেশন ফি দিতে হয়, যা অযৌক্তিক। নিবন্ধন ব্যয় ৭ শতাংশে নামিয়ে আনার দাবি জানান তিনি। এছাড়া নামমাত্র নিবন্ধন ব্যয় নির্ধারণ করে সেকেন্ডারি বাজার ব্যবস্থার প্রচলন করারও দাবি জানান রিহ্যাব নেতৃবৃন্দ। গৃহায়ন শিল্পের উদ্যোক্তাদের আয়কর হ্রাস এবং অর্থ পাচার রোধে কোন শর্ত ছাড়া আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয়ার দাবি উপস্থাপন করেন আলমগীর শামসুল আলামিন।
×