ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মধুমতি পাওয়ার প্লান্ট থেকে বিদ্যুত সরবরাহ শুরু

প্রকাশিত: ০৯:৪১, ১৭ এপ্রিল ২০১৯

মধুমতি পাওয়ার প্লান্ট থেকে বিদ্যুত সরবরাহ শুরু

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের মধুমতি ১০০ মেগাওয়াট হেভি ফুয়েল অয়েল (এইচএফও) পাওয়ার প্লান্ট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুত সরবরাহ শুরু হয়েছে। এ প্লান্টের ১০৫ মেগাওয়াট বিদ্যুত জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বলে মঙ্গলবার প্রকল্প পরিচালক প্রকৌশলী তানবীর রহমান জানিয়েছেন। ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের আওতায় জেলার মোল্লাহাট উপজেলার মধুমতি নদীর তীরে (মধুমতি ১০০ মেগাওয়াট এইচএফও) বিদ্যুত কেন্দ্র নির্মাণের কাজ শুরু করে। নির্দিষ্ট সময়ের মধ্যে গত ১০ মাসে প্রকল্পের কাজ শেষ হয়ে জাতীয় গ্রিডে বিদ্যুত সরবরাহ শুরু করতে পেরে সন্তুষ্ট সংশিষ্ট কর্তৃপক্ষ। ২০১৮ সালের ২৮ জানুয়ারি প্রকল্পটি নির্মাণের জন্য বাগেরহাট জেলা প্রশাসন কর্তৃক মোল্লাহাট উপজেলার মধুমতি নদী সংলগ্ন এলাকায় ১৬ একর জমি বরাদ্দ দেয়া হয়। ভূমি উন্নয়ন শেষে একই বছরের ১০ মে কনস্ট্রাকশন কাজ শুরু হয়। এ প্রকল্পের ব্যয় ধরা হয় ৮০০ কোটি টাকা। ১০ মাসে এ প্রকল্পের নির্মাণ কাজ শেষ করতে সক্ষম হয় চায়না ঠিকাদার কোম্পানি সিএনসি। এ সময়ের মধ্যে জাতীয় গ্রিডে সঞ্চালনের জন্য গোপালগঞ্জ গ্রিডের সাবস্টেশন পর্যন্ত ১৬ কিলোমিটার ১৩২ কেভি সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে। প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ তানবীর রহমান বলেন, জমি অধিগ্রহণের পরেই বালুভরাট ও ভূমি উন্নয়ন কাজ শুরু করা হয়। পরে সবার অক্লান্ত পরিশ্রমে সফলভাবে পাওয়ার প্লান্টটি নির্মাণ করতে সক্ষম হয়েছি। এ বছরের ১০ মার্চ থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুত সঞ্চালন শুরু হয়েছে। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে বিদ্যুত সরবরাহ।
×