ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুলের খোঁপায় ইয়াবা

প্রকাশিত: ০৯:২৯, ১৭ এপ্রিল ২০১৯

চুলের খোঁপায় ইয়াবা

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ১৬ এপ্রিল ॥ পটুয়াখালীতে চুলের খোঁপা থেকে ১৪শ’ ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার সকাল ১০টায় শহরের বনানী এলাকার সংশপ্তক লেনের জহিরুল ইসলাম খানের বাসার ভাড়াটিয়া মোঃ সোহেল সিকদারের (৩৯) বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ইয়াবা। এ সময় সোহেল সিকদারকে আটক করা হয়। পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোঃ আবু রেজা মেহেদী হাসান জানান, মঙ্গলবার বেলা ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাকদদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর শহরের বনানী এলাকায় সোহেল সিকদারের বাসায় অভিযান চালায়। এ সময় তার বাসায় ব্যবহৃত কাপড়ের র‌্যাকে রক্ষিত স্ত্রীর চুলের কৃত্রিম খোঁপায় মোড়ানো ১৪শ’ ইয়াবা উদ্ধার করা হয়। পরে সোহেলকে আটক করা হয়। বলাৎকার ॥ বৃদ্ধ আটক নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ১৬ এপ্রিল ॥ মীরসরাইয়ের ধুমে এক বাকপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের সময় বৃদ্ধকে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার সকালে জোরারগঞ্জ থানাধীন ধুম ইউনিয়নের বাংলাবাজারে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ধুম ইউনিয়নের নুরমিয়া কারিছার বাড়ির সামছুল হক প্রকাশ হোকা বাবুর্চি (৭০) স্থানীয় এক বাকপ্রতিবন্ধীকে ফুসলিয়ে ধুম ইউনিয়নের পাশে অবিস্থত ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনের টয়লেটে নিয়ে যায়। সেখানে কাপড় দিয়ে বিছানা করে ওই কিশোরকে বলাৎকারের সময় স্থানীয় জনতা তাকে আটক করে। পরে তারা বিষয়টি ধুম ইউনিয়নের চেয়ারম্যানকে অবগত করলে তিনি তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে নির্দেশ দেন।
×