ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এআইইউবিতে বর্ষবরণ

প্রকাশিত: ০৯:২৯, ১৭ এপ্রিল ২০১৯

এআইইউবিতে বর্ষবরণ

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশ (এআইইউবি) এর উদ্যোগে বাংলা নববর্ষ-১৪২৬ উদ্যাপন উপলে ১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী ‘এআইইউবি বৈশাখী উল্লাস-১৪২৬’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে বাউল সঙ্গীত, ব্যান্ড সঙ্গীত, নাগরদোলা ও ফোক ফিউশনসহ বিভিন্ন সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়। এছাড়াও মেলায় ছাত্র-ছাত্রীদের বিভিন্ন স্টলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলনা সামগ্রী, দেশীয় লোকজ শিল্পের বিভিন্ন পণ্যের বিপুল সমারোহ শোভা পায়। -বিজ্ঞপ্তি শার্শায় ২০ শিক্ষার্থী ম্যাসহিস্ট্রোরিয়ায় আক্রান্ত স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ যশোরের শার্শায় আবারও ম্যাসহিস্ট্রোরিয়ায় আক্রান্ত হয়ে ২ শিক্ষকসহ ২০ স্কুল শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শার্শা উপজেলার পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সকালে প্রতিদিনের ন্যায় ছাত্র-ছাত্রীরা স্কুলে আসতে থাকে। সাড়ে ১০টার সময় হঠাৎ করে ছাত্র-ছাত্রীরা একের পর এক অসুস্থ্য হতে থাকে পরিস্থিতি সামাল দিতে না পেরে এবং অসুস্থ শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকলে তাদেরকে দ্রুত চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করে। এ সময় ওই স্কুলের ২ শিক্ষকও অসুস্থ হয়ে পড়লে তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়। ক্ষুদ্র মৎস্যজীবীদের ৬ দফা দাবি নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৬ এপ্রিল ॥ ভোলায় মৎস্যজীবীদের খাদ্য সহায়তা সঠিকভাবে বিতরণ, আইডি কার্ড সংশোধন ও হালনাগাদকরণের পাশাপাশি হয়রানি থেকে মুক্তিসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি ভোলা জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কয়েক শ’ মৎস্যজীবী ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করে। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতি ভোলা জেলা শাখার সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মামুন অর রশীদ, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সদর উপজেলা সভাপতি এরশাদ আলী প্রমুখ।
×