ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রবেশ পথ বন্ধ

পার্বতীপুরে ২২ পরিবার অবরুদ্ধ

প্রকাশিত: ০৯:২৮, ১৭ এপ্রিল ২০১৯

পার্বতীপুরে ২২ পরিবার অবরুদ্ধ

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর ১৬ এপ্রিল ॥ পার্বতীপুরে ২২ পরিবারের চলাচল ও বাড়ি থেকে বের হওয়ার রাস্তা তাদের প্রতিবেশীরা বন্ধ করে দিয়েছে। যার ফলে নিজ বাড়িতে ৫ দিন ধরে তারা অবরুদ্ধ হয়ে পড়েছেন। ঘটনাস্থল পার্বতীপুর উপজেলা পরিষদ সংলগ্ন হুগলীপাড়া গ্রাম। ঘটনা জানার পর মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে এ ধরনের অমানবিক কার্যকলাপ দেখে অবাক হতে হয়। প্রতিবেশীরা বলেছেন, কারও বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করা অমানবিক কাজ। তারা নিন্দা জানিয়েছেন। এ ব্যাপারে ন্যায়বিচারের প্রত্যাশায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, ইউএনও ও পুলিশ প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগীদের পক্ষে আনিসুল (৪৫), মুক্তিযোদ্ধা শামসুল (৭০), মতিয়ার (৪৫), মোসলেমুদ্দিন (৫০), তহুবারসহ (৫০) অন্যরা জানান, রামপুর ইউনিয়নের রামপুর মৌজার জেএল নম্বর ৩৩ তৌজি ৭২র ৮০, খতিয়ানভুক্ত ৬৫, ৬৯, ৭০, ৭১, ৭২ ও ৮০ দাগের পৈত্রিকসূত্রে প্রাপ্ত ভোগদখলীয় সম্পত্তিতে তারা বংশ পরস্পরায় ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। শাফি মেম্বারের উস্কানিতে নিকটতম প্রতিবেশী অহিদুল (৫০), রফিকুল (৪৮), মোস্তাকিম (৩৫), হাকিম (৬০) আসাদুলসহ (৪৫) আরও অনেকে তাদের নিজ সম্পত্তি দাবি করে বাড়ি থেকে বের হওয়ার পথসহ রেকর্ডীয় রাস্তা বাঁশ, বেড়া দিয়ে ঘিরে জোরপূর্বক বন্ধ করে দিয়েছে। সে সময় তাদের বুঝানোসহ বাধা দিয়েও কোন ফল হয়নি। অন্য পক্ষরা বেড়া দেয়ার কথা স্বীকার করে বলেছে, দুপক্ষ বসলে অবশ্যই এ সমস্যার সমাধান হতে পারে।
×