ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে দুই ব্যাংক কর্মকর্তাসহ ৩ জনের কারাদণ্ড

প্রকাশিত: ০৯:২৮, ১৭ এপ্রিল ২০১৯

ফরিদপুরে দুই ব্যাংক কর্মকর্তাসহ ৩ জনের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৬ এপ্রিল ॥ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা মামলায় দুই ব্যাংক কর্মকর্তাসহ তিনজনকে দোষী সাব্যস্ত করে জরিমানাসহ কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ আদেশ দেন ফরিদপুরের বিশেষ জজ আদালতের হাকিম মতিয়ার রহমান। দণ্ড প্রাপ্ত দুই ব্যাংক কর্মকর্তা হলেন ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর এলাকার বাসিন্দা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) ফরিদপুর শাখার সাবেক ব্যবস্থাপক এসএফ শাহ ফরহাদ হোসেন। তিনি বর্তমানে ইউসিবিএল এর ঢাকাস্থ হেড অফিসের কর্পোরেট শাখায় এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন। অপরজন হলেন, ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নিজগ্রামের বাসিন্দা ফরিদপুর ইউসিবিএল এর সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা মুরাদ মোর্শেদ। তিনি বর্তমানে ইউসিবিএল-এর বরিশাল শাখায় এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন। আদালত ওই দুই ব্যাংক কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে তিন বছর করে সশ্রম কারদ- এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়া আদালত এই মামলার এক নম্বর আসামি ফরিদপুর শহরের কমলাপুর এলাকার মেসার্স হক এন্টারপ্রাইজ নামের ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্ব¡াধিকারী রবিউল হককে দোষী সাব্যস্ত করে তিন বছর সশ্রম কারাদ- এবং ৩৭ লাখ ৬২ হাজার ৩৩৩ টাকা জরিমানা করে। উল্লেখ্য, ওই দুই ব্যাংক কর্মকর্তা হক এন্টারপ্রাইজের স্বত্ব¡াধিকারী রবিউল হকের সঙ্গে যোগসাজস করে ব্যাংকে কোন মর্টগেজ না রেখে ঋণ দেয়ার নামে ব্যাংকের ৩৭ লাখ ৬২ হাজার ৩৩৩ টাকা আত্মসাত করেন। এ বিষয়ে গত ২০১১ সালের ১৫ নবেম্বর দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
×