ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ীকে গলা কেটে হত্যা ॥ ৫ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ০৯:২৬, ১৭ এপ্রিল ২০১৯

ব্যবসায়ীকে গলা কেটে হত্যা ॥ ৫ লাখ টাকা ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৬ এপ্রিল ॥ মধুপুরে আব্দুল জলিল (৫৫) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করে পাঁচ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর পৌর এলাকার আশুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে অলিপুরের রাস্তায় এ ঘটনা ঘটেছে। নিহত আব্দুল জলিল জেলার অলিপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে, আব্দুল জলিল ধানসহ বিভিন্ন শস্য ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তিনি সোমবার রাতে ব্যবসার কাজ শেষে টাঙ্গাইল-মধুপুর সড়ক থেকে অলিপুরের বাড়ির দিকে যাওয়ার পথে দুর্বৃত্তরা তার পথরোধ করে। এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলায় ধারালো অস্ত্রের আঘাত করে তার কাছে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে একই গ্রামের প্রতিবেশী ব্যবসায়ী মতিয়ার রহমান বাড়ি ফেরার সময় জলিলকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে জলিলকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুড়িগ্রামে গৃহবধূ স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, নাগেশ^রীতে স্ত্রী রাহেলা বেগমকে (৩৬) ছুরিকাঘাতে হত্যা করেছে স্বামী ইসলাম মিয়া (৪২)। সোমবার রাতে উপজেলার পৌর এলাকার পূর্বপয়রাডাঙ্গা সেনেরখামার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই আত্মগোপন করেছে স্বামী ইসলাম মিয়া। নিহতের ভাই আবু তালেব বাদী হয়ে নাগেশ^রী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পারিবারিক কোন্দল থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রতিবেশীরা জানান। তাদের সংসারে ৮ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
×