ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রসূতির জীবনের মূল্য এক লাখ ২০ হাজার টাকা

প্রকাশিত: ০৯:২৬, ১৭ এপ্রিল ২০১৯

প্রসূতির জীবনের মূল্য এক লাখ ২০ হাজার টাকা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৬ এপ্রিল ॥ ডাক্তারের ভুল অপারেশনে পারুল আক্তার (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু এবং একটি সিন্ডিকেট দল এই মৃত্যুর ঘটনাটি ধামাচাপা দিতে এক লাখ ২০ হাজার টাকায় মীমাংসা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ১০টার দিকে পৌর শহরের ‘ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল’ নামে বেসরকারী একটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। নিহত পারুল আক্তার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের রাজীব হোসেনের স্ত্রী। নিহতের স্বামী রাজীব হোসেন বলেন, তার স্ত্রী পারুল আক্তার গর্ভবতী ছিলেন। সোমবার সকাল ৬টার দিকে স্ত্রীর প্রসবের যন্ত্রণা বেড়ে যাওয়ায় তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সকাল ৮টার দিকে ডাক্তার জাহাঙ্গীর আলম আমার স্ত্রীর অপারেশন করেন এবং একটি ছেলে সন্তানের জন্ম হয়। অপারেশন শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর থেকে আমার স্ত্রীর পেটের ব্যথা প্রচ- আকার ধারণ করে এবং যন্ত্রণায় ছটফট করতে থাকে। বিষয়টি তাৎক্ষণিকভাবে ক্লিনিকের দায়িত্বে থাকা স্টাফদের জানানো হলে তারা কোন সেবা প্রদান করেননি। এমনকি ডাক্তার জাহাঙ্গীর আলমও কোন খোঁজখবর নেননি। একপর্যায়ে রাত ১০টার দিকে ওই হাসপাতালে আমার স্ত্রী মৃত্যুর কোলে ঢলে পড়ে। এসময় রোগীর আত্মীয়-স্বজনরা ক্ষিপ্ত হয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, ডাক্তার জাহাঙ্গীর আলম আমার স্ত্রীর ঠিকমতো অপারেশন করেনি, স্ত্রীর পেটে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হওয়ায় সে মারা যায়। এটি পুরোপুরিভাবে ডাক্তারের ভুল চিকিৎসা। ডাক্তারের ভুলের কারণে আজ আমার স্ত্রী অকালে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমি ডাক্তার ও ক্লিনিক কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এদিকে রাত ১২টার দিকে ঠাকুরগাঁও ক্লিনিক মালিক সমিতির নেতৃবৃন্দ নিহতের পরিবারকে নিয়ে মীমাংসায় বসেন। সেখানে ঘটনাটি ধামাচাপা দিতে এক লাখ ২০ হাজার টাকায় রফা হয়। ঠাকুরগাঁও ক্লিনিক মালিক সমিতির সভাপতি জুলফিকার আলী গৃহবধূ মৃত্যুর সত্যতা স্বীকার করে বলেন, হাজার চেষ্টা করলেও সে তো আর ফিরে আসবে না। কিন্তু সদ্য জন্ম হওয়া সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে নিহতের পরিবারকে এক লাখ ২০ হাজার টাকা এবং ক্লিনিক মালিক সমিতির পক্ষ থেকে ওই ক্লিনিকে তালা দেয়া হয়েছে।
×