ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবি

প্রকাশিত: ০৯:২৬, ১৭ এপ্রিল ২০১৯

বাগেরহাটে নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে বাগেরহাটে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার রাজাপুর স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মগরাহাট সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। হাঙ্গার প্রজেক্টের বিকশিত নারী নেটওয়ার্কের আয়োজনে, মানববন্ধনে বক্তব্য দেন রাজাপুর স্কুল এ্যান্ড কলেজ কমিটির সদস্য ফেরদাউস হোসেন বাবুল, নারী নেত্রী নিলা রানী দাস, সোহাগ আহমেদ, মোল্লা মনিরুজ্জামান, শিক্ষার্থী ফারজানা মিতু ও ফারিয়া মমতাজ প্রমুখ। বক্তারা বলেন, নুসরাতের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারীভাবে মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে নুসরাতের মতো যাতে আর কোন শিক্ষার্থীর প্রাণ দিতে না হয়, তা নিশ্চিত করতে সকলকে সচেতন হতে হবে। মাগুরা নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, নুসরাত জাহান রাফি হত্যাকা-ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মাগুরা সরকারী বালক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে বিদ্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন করে। মানববন্ধন ও সমাবেশে শিক্ষার্থীরা রাফি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। পটুয়াখালী নিজস্ব সংবাদদাতা পটুয়াখালী থেকে জানান, রাফিকে পুড়িয়ে হত্যার বিচারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, পটুয়াখালী জেলা শাখা। মঙ্গলবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠনের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে। এ সময় মাদ্রাসা ছাত্রী নুসরাতের হত্যাকারী সিরাজ বাহিনীসহ সাম্প্রতিক সময়ে সংঘটিত সকল যৌন নিপীড়ন, ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী হত্যাকা-ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এর আগে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে কমিউনিস্ট পার্টি। খুলনা বিশ্ববিদ্যালয় স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, মঙ্গলবার খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাদী চত্বরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাতের শ্লীলতাহানি ও তাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহানের সভাপতিত্বে এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি বলেন ফেনীর সোনাগাজীর ঘটনায় অভিভাবক হিসেবে আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে মাদ্রাসার মতো ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান, বাসাসহ বিভিন্ন স্থানে শ্লীলতাহানি, হত্যার যেসব ঘটনা ঘটছে তাতে আমরা উদ্বিগ্ন। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও পরিবারে নারীর নিরাপত্তা না থাকলে উন্নয়ন ও অগ্রগতি ব্যাহত হবে। এ সময় আরও বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. তাছলিমা খাতুন, প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী, প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম, প্রফেসর ড. হোসনে আরা ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
×