ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ত্রিশ দিনের মধ্যে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ

প্রকাশিত: ০৯:২৫, ১৭ এপ্রিল ২০১৯

চট্টগ্রামে ত্রিশ দিনের মধ্যে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বর্ষাকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাহাড় ব্যবস্থাপনা কমিটি। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত কমিটির ১৯তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক সূত্রে জানা যায়, প্রবল বর্ষণে মাটি নরম হয়ে পাহাড় ধসে মানবিক বিপর্যয় যেন না ঘটে সেজন্য দ্রুততম সময়ের মধ্যে এ পদক্ষেপ কার্যকর করতে চায় কমিটি। সিদ্ধান্ত অনুযায়ী ৩০ এপ্রিলের মধ্যে বিচ্ছিন্ন করা হবে পাহাড়ে বিদ্যুত, গ্যাস ও পানিসহ সেবা সংস্থাগুলোর সংযোগ। ১৫ মের মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। চট্টগ্রাম নগরীর সতেরটি পাহাড়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে ৮৩৫টি পরিবার। ১০টি ব্যক্তি ও ৭টি সরকারী মালিকানাধীন পাহাড়ে গড়ে উঠেছে ঝুঁকিপূর্ণ এ স্থাপনাগুলো। উল্লেখ্য, চট্টগ্রামে প্রবল বর্ষণে পাহাড় ধসের ঘটনা প্রায়ই ঘটে থাকে। নগরী ও আশপাশের ছোট বড় পাহাড়গুলোতে ঝুঁকিপূর্ণ বসবাস রয়েছে। স্থানীয় প্রভাবশালী ও ভূমিদস্যু প্রকৃতির কিছু লোক অবৈধভাবে বসতি নির্মাণ করে ভাড়া দিয়ে থাকে। স্বল্প আয়ের মানুষ কম ভাড়ায় বসবাস করতে জীবনের ঝুঁকি নিয়ে ঘরগুলো ভাড়া নেয়। বর্ষণ একটানা কয়েকদিন অব্যাহত থাকলে মাটি নরম হয়ে একপর্যায়ে ধসে পড়ে। এতে ঘটে প্রাণহানি ও মানবিক বিপর্যয়। প্রতিবছরই জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন বর্ষার আগে এসব বসতি উচ্ছেদ করার উদ্যোগ নেয়। কিন্তু বসবাসকারীদের সরিয়ে দিলেও বর্ষার পরে আবারও তারা ফিরে যায় ওসব বসতিতে। প্রভাবশালীদের এ অনৈতিক কার্যক্রমে নানাভাবে সহায়তা করে গ্যাস, বিদ্যুত ও পানি সরবরাহকারী সংস্থাগুলোর লোকজন।
×