ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বোয়ালমারীতে আধিপত্য বিস্তার

আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ আহত ৪০

প্রকাশিত: ০৯:২৫, ১৭ এপ্রিল ২০১৯

আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ আহত ৪০

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ১৬ এপ্রিল ॥ উপজেলার ময়না ইউনিয়নের বেলজানী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে ৪০ জন। এ সময় ২৫ ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, গত রবিবার সকালে বেলজানী গ্রামের ৪ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি আলাউদ্দিন মাতুব্বর গ্রুপের আব্দুর রউফ মাতুব্বর (৫৫) মাঠে যাওয়ার পথে ময়না ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার সবুজ সমর্থক কয়েকজন অতর্কিত হামলায় আহত হয়। এ ঘটনায় রউফ মাতুব্বরের ছেলে বাবলু মাতুব্বর বাদী হয়ে ওইদিন বিকেলে ৫১ জনকে আসামি করে থানায় মামলা করে। এর জের ধরে মঙ্গলবার ভোরে আলাউদ্দিন মাতুব্বরের গ্রুপ সবুজ মেম্বারের গ্রুপের বাড়িঘরে হামলা চালায়। এ সময় উভয় গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ৪০ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত রবিউল ইসলাম, বুলবুল, জলিল, রুবেল, রমজানুল ইসলাম, শরিফুল ইসলামকে (৩০) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আশুগঞ্জে আহত ১০ স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, আশুগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাহাদুরপুর গ্রামে এ সংঘর্ষ হয়। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৪ এপ্রিল বিকেলে ক্রিকেট খেলা নিয়ে বাহাদুরপুর গ্রামের সারেংবাড়ি ও শেখবাড়ির ছেলেদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার দুপরে সারেংবাড়ি ও শেখ বাড়ির ছেলেদের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। ভালুকায় আহত ৫ নিজস্ব সংবাদদাতা ভালুকা, ময়মনসিংহ থেকে জানান, ভালুকা উপজেলায় বিরোধপূর্ণ জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই ছেলে, পিতা ও নাতিসহ পাঁচজন জখম হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট গ্রামে। আহত সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন রিপন মিয়া, পিতা জামাল উদ্দিন, আলিম উদ্দিন পিতা মোকছেদ আলী। ইদ্রিস আলী, সিদ্দিকুর রহমান পিতা মোকছেদ আলী ও ইউসুফ পিতা ইদ্রিস আলী। জানা গেছে, উপজেলার পালগাঁও মৌজার ৭৫৭ ও ৭৫৮ দাগের ৫৪ শতাংশ জমি নিয়ে আলিম উদ্দিন ও সিরাজুল গংদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই জমি নিয়ে দুপক্ষের মাঝে আদালতে মামলা চলছে। বোরো মৌসুমের আগ পর্যন্ত জমিটি সিরাজুল ইসলামের দখলে ছিল। বোরো মৌসুমের ধান লাগানোর সময় জমিটি আলিম উদ্দিন ও তার ছেলেরা দখলে নিয়ে ধান রোপণ করেন। তখন সিরাজুল ইসলাম গংরা বাধা দেননি। মঙ্গলবার সকালে সিরাজুল ইসলাম তাদের ছয় ভাই ও সখীপুরের কুখ্যাত ডাকাত আফাজ উদ্দিন নেতৃত্বে ২৫/৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই জমির ধান কাটতে যায়। এ সময় আলিম উদ্দিন তার ছেলেরা ধান কাটার বাধা দেয়। এ সময় সন্ত্রাসীরা আলিম উদ্দিন, ইদ্রিস আলী, সিদ্দিকুর রহমান, রিপন ইউসুফকে দা দিয়ে কুপিয়ে ও লোহার রট দিয়ে পিটিয়ে জখম করে।
×