ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কৃষি কর্মকর্তার যাবজ্জীবন

প্রকাশিত: ০৯:২৪, ১৭ এপ্রিল ২০১৯

কৃষি কর্মকর্তার যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৬ এপ্রিল ॥ রংপুরের বদরগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে জাকিরুল ইসলাম মিলন (৩৮) নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তার যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় ধরে মামলাটির বিচারকার্য চলার পর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ রোকনুজ্জামান এ রায় দেন। কারাদণ্ড প্রাপ্ত মিলন বদরগঞ্জের রামনাথপুর পাঠানপাড়া গ্রামের আনছার আলীর ছেলে। উল্লেখ্য, ২০০৫ সালের ৪ জুলাই দুপুর দেড়টার দিকে মায়ের অসুস্থতার কথা বলে মাথায় পানি ঢালার জন্য প্রতিবেশী অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে বাড়িতে ডেকে আনেন জাকিরুল ইসলাম মিলন। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে হাত-পা ও মুখ বেঁধে তাকে ধর্ষণ করে সে। বৃদ্ধদের লাঠি দৌড় নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৬ এপ্রিল ॥ বাউফলে বাংলা নববর্ষ উপলক্ষে প্রান্তিক কৃষকদের নিয়ে ‘কৃষকদের বৈশাখী আনন্দ উৎসব’ নামের এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল ১১টার সময় কালাইয়া নুরজাহান গার্ডেনে কৃষকদের বৈশাখী আনন্দ উৎসবের উদ্বোধন করেন বাউফল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার। অনুষ্ঠানের শুরুতে সত্তরর্ধো বয়সী বৃদ্ধদের লাঠি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর পরপর শুরু হয় কৃষকদের বস্তা দৌড়, হাতল ছাড়া বাঁশের সাঁকো পার, হাস ধরা ও সাঁতার প্রতিযোগিতা। এ ছাড়াও স্থানীয় প্রতিবন্ধীদের জন্যও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সব পর্বের প্রতিযোগিতায় বিজয়ীসহ অংশগ্রহণকারী প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।
×