ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত

প্রকাশিত: ০৯:২৪, ১৭ এপ্রিল ২০১৯

চুয়াডাঙ্গায় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ১৬ এপ্রিল ॥ দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে শেখ ইটভাঁটিতে মাটি চাপা পড়ে বাবু (৩৫) ও হান্নান (৪৫) নামের দুই শ্রমিক নিহত ও শফি (৩২) নামের অপর এক শ্রমিক আহত হয়েছে। নিহত শ্রমিকরা হলো দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামের ইউনুসের ছেলে বাবু ও একই উপজেলার কেশবপুর গ্রামের কালাচাঁদের ছেলে হান্নান (৪৫) এবং আহত নতুন বাস্তপুর গ্রামের সাকেররের ছেলে শফি। জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোর থেকে শ্রমিকরা জয়রামপুর গ্রামের বকুল শেখের ইটভাঁটিতে মাটি কাটার কাজ করছিল। সকাল সাড়ে ৮টার দিকে প্রায় ১০ ফুট উচ্চতার মাটির স্তূপ ভেঙ্গে শ্রমিকদের মাথায় পড়ে। এ সময় বাবু, হান্নান ও শফিসহ তিন শ্রমিক গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক বাবু ও হান্নানকে মৃত ঘোষণা করেন। অপর শ্রমিক শফিকের অবস্থা আশঙ্কাজনক। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
×