ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অব্যাহত

প্রকাশিত: ০৯:২২, ১৭ এপ্রিল ২০১৯

রাজশাহীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অব্যাহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীতে দ্বিতীয় দিনের মতো অবৈধ স্থাপনা ও দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ১১ দিনব্যাপী চলমান এ অভিযানটি সোমবার থেকে শুরু হয়। রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পালের নেতৃত্বে শুরু হওয়া অভিযান মঙ্গলবার নগরীর স্বচ্ছ টাওয়ার থেকে শুরু হয়ে টিকাপাড়া দিয়ে ভদ্রা মোড়ে গিয়ে শেষ হয়। স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় দ্বিতীয় দিনের এ অভিযানে নগরীর সাগরপাড়া, টিকাপাড়ার ফুটপাথ ঘিরে অবৈধভাবে গড়ে তোলা শতাধিক স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। এ সময় ফুটপাথ দখল করে নির্মাণ সামগ্রী রাখার অভিযোগে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়। দুপুর পর্যন্ত ২০ হাজার টাকা অর্থ আদায় করা হয়েছে বলে জানা গেছে। উচ্ছেদ অভিযানে সিটি কর্পোরেশনের নিজস্ব জনবল ও বুলডোজারকে কাজে লাগানো হচ্ছে। এর আগে সোমবারের অভিযানে নগরীর মাস্টারপাড়া, সবজিপাড়া ও পাঠানপাড়ার প্রায় দুই শ’র অধিক অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে। আজ বুধবার নগরীর ঝাউতলা মোড় থেকে লক্ষ্মীপুর মোড় হয়ে ঘোষপাড়া মোড় পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। যশোরে ট্রেনে কেটে পুলিশ কর্মকর্তার মৃত্যু স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে ট্রেনে কাটা পড়ে সেলিম হোসেন নামে পুলিশের একজন ইন্সপেক্টরের (৫৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে যশোর শহরতলীর মুড়লি রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জিআরপি পুলিশ নিহতের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত সেলিম হোসেন যশোর পুলিশ লাইনে কর্মরত ছিলেন এবং তিনি মাগুরা জেলার শ্রীপুর থানার কমলাপুর গ্রামের মৃত মতিয়ার রহমান বিশ্বাসের ছেলে। যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, ইন্সপেক্টর সেলিম হোসেন ব্যক্তিগত কাজে মুড়লি রেল ক্রসিং এলাকায় যান। রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় যশোর থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৬ এপ্রিল ॥ মাগুরায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে জেলার শালিখা উপজেলার নরপতি গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ইন্দ্রজিৎ মজুমদার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ইন্দ্রজিৎ মজুমদার উক্ত গ্রামের গোবিন্দ মজুমদারের ছেলে।
×