ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সবচেয়ে দামী পারফিউম

প্রকাশিত: ০৯:১৯, ১৭ এপ্রিল ২০১৯

সবচেয়ে দামী পারফিউম

পারফিউমের বোতলে অন্তত তিন হাজার ৫শ’ ৭১টি হিরের খ- বসিয়ে গিনেসবুকে নাম তুলেছে দুবাইয়ের একটি কোম্পানি। সুমুখ নামের এই পারফিউমে দুবাই শহরের প্রকৃত আভিজাত্য উঠে এসেছে। এর আগে কোন পারফিউমের বোতলে এত হিরক খ- সংযুক্ত করার কথা শোনা যায়নি। পাশাপাশি এই পারফিউম এ যাবতকালের সবচেয়ে দামী বলে খবরে বলা হয়েছে। প্রতিবোতল পারফিউমের দাম ধরা হয়েছে ১২ লাখ ৯৫ হাজার ডলার। বোতলটির উচ্চতা ৬ ফিট। রিমোর্ট কন্ট্রোলারের সাহায্যে বোতলটি স্থানান্তর করা যায়। -ইউপিআই ঢোল বাজিয়ে রেকর্ড এবার ঢোল বাজিয়ে রেকর্ড বইয়ে নাম ওঠালেন একদল অস্ট্রেলীয় অভিবাসী। সম্প্রতি পশ্চিম অস্ট্রেলিয়ার মিরাবোকা শহরের এই অভিনব উদ্যোগ নেয়া হয়। অস্ট্রেলিয়ায় আগত অন্তত ৭৭ দেশের অভিবাসীরা তাদের নিজ নিজ সংস্কৃতির সঙ্গে মিলিয়ে পোশাক পড়ে সবাই একসঙ্গে ঢোল বাজান। অস্ট্রেলিয়ার সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরতে এ উদ্যোগ নেয়া হয়। আফ্রিকার প্রখ্যাত ঢোলবাদক আবওয়াবা এই দলের নেতৃত্ব দেন। স্থানীয় মেয়র এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। -ইউপিআই
×