ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুলিৎজার পুরস্কার পেল ক্যাপিটাল গেজেট

প্রকাশিত: ০৯:১৯, ১৭ এপ্রিল ২০১৯

পুলিৎজার পুরস্কার পেল ক্যাপিটাল গেজেট

এবারের পুলিৎজার পুরস্কার পেয়েছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদপত্র ক্যাপিটাল গেজেট। সংবাদপত্রটির নিউজরুমে চালানো হত্যাকাণ্ডের কাভারেজের জন্য পুরস্কার পেল। তবে সোমবার এ পুরস্কার অর্জনের সংবাদ পেলেও ম্যারিল্যান্ডের ক্যাপিটাল গেজেট কোন রকম উদ্যাপন করেনি। মার্কিন সাংবাদিকতায় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার। ২০১৮ সালের জুনে ক্যাপিটাল গেজেট অফিসে বর্বর হামলায় পাঁচ সংবাদকর্মী নিহত হন। পুরস্কার অর্জনের পর সংবাদপত্রটিতে কর্মরত সাংবাদিকরা নীরবে একে অপরকে জড়িয়ে ধরেন। এছাড়া ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের জন্য নিউইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নালও পুলিৎজার পুরস্কার পেয়েছে। -বিবিসি এ্যানাপোলিসের ক্যাপিটাল গেজেট যুক্তরাষ্ট্রের ইতিহাসে সাংবাদিকদের ওপর অন্যতম ন্যক্কারজনক হামলার কাভারেজ ও সাহসিকতার জন্য বিশেষ পুলিৎজার পুরস্কার অর্জন করে। পুলিৎজার বোর্ড সংবাদপত্রটির সাংবাদিকতার জন্য এক লাখ ডলার পুরস্কার দেয়। সংবাদপত্রটির অফিসে গত গ্রীষ্মের ওই বর্বর হামলায় নিহত পাঁচ কর্মী হলেন জন ম্যাকনামারা, ওয়েন্ডি উইন্টারস, রেবেকা স্মিথ, জেরাল্ড ফিচম্যান ও রব হিয়াসেন। ভয়াবহ ওই হামলা সত্ত্বেও পরদিন নির্ধারিত সময়ে পত্রিকাটি প্রকাশ করেন কর্মীরা। হামলার অভিযোগে ক্যাপিটাল গেজেটের দীর্ঘদিনের এক কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। গত বছর সে নিজেকে নির্দোষ বলে দাবি করে। এছাড়া নির্বিচারে গুলিবর্ষণের ঘটনা কাভারেজ দেয়ায় আরও দুটি পত্রিকা পুলিৎজার পুরস্কার পেয়েছে। গত বছরের অক্টোবরে পেনসিলভানিয়ায় সিনাগগে হামলার ঘটনায় ব্রেকিং নিউজ এ্যাওয়ার্ড অর্জন করেছে দ্য পিটসবার্গ পোস্ট গেজেট। ওই ঘটনা নিয়ে তারা বিস্তৃত ও আবেগঘন প্রতিবেদন করেছিল। হামলায় ১১ জন নিহত হয়েছিল।
×