ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এ বছরের প্রথম তিন মাসে হাম রোগীর সংখ্যা তিনগুণ বেড়েছে

প্রকাশিত: ০৯:১৮, ১৭ এপ্রিল ২০১৯

এ বছরের প্রথম তিন মাসে হাম রোগীর সংখ্যা তিনগুণ বেড়েছে

বিশ্বে হাম রোগের প্রাদুর্ভাব ২০১৯ সালের প্রথম ৩ মাসে গত বছরের একই সময়ের তুলনায় তিনগুণ বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক তথ্যে এ কথা বলা হয়েছে। -বিবিসি। জাতিসংঘ সংস্থা বলেছে, প্রাথমিক উপাত্তে আভাস দেয়া হয়েছে যে, বিশ্বের সকল অঞ্চলে এ রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার এক স্পষ্ট প্রবণতা দেখা যায়। রোগটির প্রাদুর্ভাব বেড়েছে সবচেয়ে বেশি আফ্রিকায় এবং তা ৭শ’ শতাংশে পৌঁছেছে। সংস্থা বলে, সত্যিকার সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। কারণ বিশ্বব্যাপী প্রতি ১০ রোগীর মধ্যে মাত্র ১ জনের আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হয়। হাম একটি উচ্চমাত্রার সংক্রমণ ভাইরাল রোগ যা কখনও কখনও ফুসফুস ও মস্তিষ্কসহ মারাত্মক স্বাস্থ্য জটিলতার সৃষ্টি করতে পারে। রোগটির সবচেয়ে বেশি মারাত্মক প্রভাব দেখা যায় ইউক্রেন, মাদাগাস্কার ও ভারতে। কেবল মাদাগাস্কারে সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত হামে মারা গেছে অন্তত ৮ শ’ লোক। ব্রাজিল, পাকিস্তান ও ইয়েমেনেও এ রোগে মারা গেছে অনেক লোক যাদের মধ্যে বেশিরভাগ শিশু। ইউরোপে হামের প্রাদুর্ভাব বেড়েছে তিনগুণ। উপরন্তু, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে এ রোগে আক্রান্ত লোকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ দেশগুলো অবশ্য উচ্চ পর্যায়ের টিকাদান কর্মসূচীর অধীন রয়েছে। জাতিসংঘ বলেছে, এ রোগ যথাযথ টিকা নিলে সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য। কিন্তু বিশ্বে টিকাদান কর্মসূচীর প্রথম পর্র্যায় ৮৫ ভাগ থেমে গেছে। ডব্লিউএইচও’র প্রধান হেনরিয়েটা ফোর ও টেডরোস আধানোম গ্রেব্রেইয়েসাস সিএনএন-এর এক জনমত জরিপে বলেছেন, বিশ্ব হাম সঙ্কটের মাঝ অবস্থানে রয়েছে এবং তাই টিকা সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি ও বিরোধপূর্ণ তথ্যকে এজন্য আংশিকভাবে দায়ী করা যায়। এ রোগ বৃদ্ধি পাওয়ার বিষয়ে দুটি বিষয় রয়েছে। একটি হচ্ছে দারিদ্র্র্য ও অন্যটি ভুল তথ্য। অধিকতর দরিদ্র দেশগুলোতে খুব কম সংখ্যক লোক টিকা নেয় এবং বেশিরভাগ জনসংখ্যা এ সংক্রমণের শিকার হয়।
×