ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নৌযান শ্রমিকদের ধর্মঘট ॥ অচল নৌপথ

প্রকাশিত: ২৩:৪৯, ১৬ এপ্রিল ২০১৯

নৌযান শ্রমিকদের ধর্মঘট ॥ অচল নৌপথ

অনলাইন রিপোর্টার ॥ ১১ দাবিতে শ্রমিকরা ধর্মঘট ডাকায় সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার প্রথম প্রহর থেকে নৌযান শ্রমিকরা লাগাতার এই ধর্মঘট শুরু করে। ফলে সকালে ঢাকার সদরঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। অনেকেই ঘাটে এসে কোনো লঞ্চ না পেয়ে বিপাকে পড়েছেন। বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক দিনেশ কুমার সাহা বলেন, সকালে সদরঘাটে অনেক যাত্রী এসেছিল। কিন্তু লঞ্চ না চলায় তারা ফিরে যান। সোমবার রাত ১২টার পর সদরঘাট থেকে কোনো লঞ্চ ছাড়েনি। তবে দক্ষিণাঞ্চল থেকে রাত ১২টার আগে ছেড়ে আসা ৪৩টি লঞ্চ সদরঘাটে এসেছে। সরকার নির্ধারিত কাঠামোয় মালিকরা বেতন না দেওয়ায় এই ধর্মঘট ডাকা হয়েছে বলে শ্রমিকরা জানিয়েছেন। মিতালী নামে একটি লঞ্চের মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, সরকার কর্তৃক নির্ধারিত বেতন মালিকরা আমাদের এখনও দিচ্ছে না। আমাদের কোনো ইনক্রিমেন্ট নেই, নেই কোনো নিরাপত্তা। তাই এসব দাবিতে যাত্রীবাহী, মালবাহি, তেলবাহী সব ধরনের নৌযান চলাচল আমরা বন্ধ রেখেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা লঞ্চ চালাব না।
×