ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিন বদলের গান গাইছে যারা

প্রকাশিত: ১২:০৩, ১৬ এপ্রিল ২০১৯

দিন বদলের গান গাইছে যারা

ওরা কিছু দুঃসাহসী তরুণ, অদম্য প্রাণশক্তি নিয়ে বদলে দিতে চাইছে আমাদের পরিচিত পৃথিবী। সবারই বয়স ত্রিশের নিচে, এ বয়সেই নিজ নিজ ক্ষেত্রে সাফল্য ছুঁয়ে তারা এখন প্রস্তুত আরও বড় লড়াইয়ের জন্য। তাদের এই লড়াই কতটা বদলে দেবে আমাদের জীবন সে উত্তর থাকুক সময়ের হাতে, আপাতত আমরা জেনে নেই এমন কিছু তরুণের গল্প। ধারাবাহিকের প্রথম পর্ব, লিখেছেন- পপি দেবী থাপা নাদের-আল-নাজি (২৬) ইনট্যানজিবল ল্যাব যেটি নাদের-আল-নাজি প্রতিষ্ঠা করেন জোশ চ্যান, লরেন্স ডিয়াওকে সঙ্গে নিয়ে এবারে এ্যান্ডারসন হরউইচ, বেইন ক্যাপিটাল ভেঞ্চারের মতো কোম্পানিগুলোর কাছ থেকে ১শ’ ১৩ মিলিয়ন ডলার বিনিয়োগ লাভ করেছেÑ উদ্দেশ্য একটি স্থিতিশীল ক্রিপ্টোকারেন্সি প্রচলন ও এলগরিদমিক কেন্দ্রীয় ব্যাংক স্থাপন। প্রিন্সটন ইউনিভার্সিটির ইতিহাসে কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিনং এবং গণিতের অন্যতম সেরা ছাত্র এই মেধাবী তরুণ এর আগে কাজ করেছেন ডি. ই. শ’র মতো কর্মাশিয়াল ফার্মে, সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন গুগলের মতো প্রতিষ্ঠানে। এবারে মনোনিবেশ করেছেন বেসিস বা বেস কয়েন প্রণয়নে। বলা হচ্ছে তার এই ই-মুদ্রা বদলে দেবে প্রচলিত লেনদেনের ধরন, লেনদেন হবে সহজ, নিরাপদ, পাল্টে দেবে কেন্দ্রীয় ব্যাংকের গতানুগতিক ধরণা। বিষয়টি যেমনি শোনাক, নাদেরের সাফল্য আমাদের পরিচিত অর্থনৈতিক জগতটাকে বদলে দেবে আমূল এটা নিশ্চিত করেই বলা যায়। জর্জ এভেটিসভ্ (২৮) এইচ ওয়াই পি আর বা হাইপারের প্রতিষ্ঠাতা জর্জ এভেটিসভ্ এখন ই-কমার্স প্রতারকদের কাছে এক আতঙ্কের নাম। জর্জিয়ান এই ইমিগ্রান্ট যেমন কাজ করছেন পাসওয়ার্ডবিহীন সিকিউরিটি সিস্টেম নিয়ে তেমনি কাজ করছেন বর্তমান বিশ্বে বৃহৎ কোম্পানিগুলোর জন্য বড় সমস্যা গ্রাহকদের তথ্য নিরাপত্তা বিধানে। ইতোমধ্যেই তার কোম্পানি এই কাজের জন্য বিনিয়োগ আকর্ষণ করতে পেরেছে পনেরো মিলিয়ন ডলার। কম্পিউটার বিশ্বের আরেক আতঙ্ক হ্যাকারদের প্রতিরোধ করে একটি নিরাপদ ই-কমার্স ব্যবস্থা উপহার দিতে জর্জ বদ্ধপরিকর। সাইবার বিশ্বে তথ্যের নিরাপত্তা বা আইডি হারানোর ভয়ে যাদের নির্ঘুমে রাত কাটে তাদের সুনিদ্রার জন্য হলেও জর্জের সাফল্য প্রতিটি ইন্টারনেট ব্যবহারকারীর প্রার্থনা।
×