ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পিএসজির লজ্জার হার

প্রকাশিত: ১১:৫০, ১৬ এপ্রিল ২০১৯

পিএসজির লজ্জার হার

স্পোর্টস রিপোর্টার ॥ ট্রফি ছুঁতে হাত ছোঁয়া দূরত্বে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। আর মাত্র এক পয়েন্ট হলেই ফরাসী লীগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধার করবে প্যারিসের পরাশক্তিরা। কিন্তু আচমকা পথহারা হওয়ায় উৎসবটা আপাতত থেমে আছে এমবাপে, ডি মারিয়াদের। রবিবার রাতে হার এড়ালেই চ্যাম্পিয়ন হয়ে যেত টমাস টাচেলের দল। কিন্তু এ্যাওয়ে ম্যাচে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা লিলের কাছে ৫-১ গোলে হেরে বিধ্বস্ত হয়েছে সফরকারী পিএসজি। লজ্জার এই হারে অনেক অপ্রিয় রেকর্ডের সঙ্গী হয়েছে দলটি। বাজে হার সত্ত্বেও পয়েন্ট তালিকার শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে পিএসজি। ৩১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট সর্বোচ্চ ৮১। এক ম্যাচ বেশি খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিলে। ইনজুরির কারণে গত জানুয়ারির শেষ থেকে নেইমার মাঠের বাইরে। তাতে লীগে পিএসজির কোন সমস্যা হয়নি এতদিন। কিন্তু পরশু রাতে ব্রাজিলিয়ান তারকার অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন দেশের শীর্ষ ক্লাবটি। নেইমার না থাকলেও পিএসজিতে তারকার অভাব নেই। মাঠে ছিলেন স্ট্রাইকার কিলিয়ান এমবাপে ও এডিনসন কাভানি। আরও ছিলেন দানি আলভেস, থিয়াগো সিলভা, মার্কো ভেরাট্টি, জুলিয়ান ড্রাক্সলারের মতো তারকারা। এরপরও শেষ রক্ষা হয়নি। ঘরের মাঠে ম্যাচের সপ্তম মিনিটেই আত্মঘাতী গোল পেয়ে এগিয়ে যায় লিলে। স্বাগতিক ফরোয়ার্ড ইকোনের ক্রস ফেরাতে গিয়ে নিজেদের জালে বল পাঠান পিএসজির বেলজিয়ান ডিফেন্ডার থমাস মনিয়ের। তবে মাত্র চার মিনিট পরই সমতা ফেরায় পিএসজি। সুপারস্টার কিলিয়ান এমবাপের ক্রস থেকে বল পেয়ে জুয়ান বার্নাট ভেলাস্কো গোল করেন। গোল করলেও পরে বার্নাটই ডুবিয়েছেন অতিথিদের। ৩৬ মিনিটে সরাসরি লালকার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এরপরই শুরু হয় স্বাগতিকদের মুহুমুর্হু আক্রমণ।
×