ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইপিএলে দুই জায়ান্টের জয়

প্রকাশিত: ১১:৫০, ১৬ এপ্রিল ২০১৯

ইপিএলে দুই জায়ান্টের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। শিরোপা ধরে রাখার লড়াইয়ে এবারও দুর্দান্ত গতিতে ছুটছে পেপ গার্ডিওলার দল। তবে শিরোপা ধরে রাখার পথে এবার তাদের সামনে বড় বাধা লিভারপুল। রবিবার এই দুই জায়ান্টের উভয়ই মাঠে নেমেছিল। তবে দারুণ জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা। প্রতিপক্ষের মাঠে ম্যানচেস্টার সিটি ৩-১ গোলে পরাজিত করেছে ক্রিস্টাল প্যালেসকে। দিনের অন্য ম্যাচে নিজেদের মাঠে লিভারপুল ২-০ গোলে হারিয়েছে শক্তিশালী চেলসিকে। দিনের প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে পরাজিত করে প্রিমিয়ার লীগ টেবিলের শীর্ষে ম্যানচেস্টার সিটির অবস্থান স্থায়ী ছিল মাত্র কয়েক ঘণ্টা। পরের ম্যাচে চেলসিকে পরাজিত করে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট আদায় করে আবারও নিজেদের শীর্ষে ফিরিয়ে এনেছে লিভারপুল। এনফিল্ডে মোহাম্মদ সালাহর দুর্দান্ত গোলে লিভারপুলের জয় নিশ্চিত হয়। আর এই জয়ে জার্গেন ক্লপের দল আরও একবার বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটির উপর শিরোপা ধরে রাখার চাপ বজায় রাখল। শক্তিশালী চেলসির বিপক্ষে ম্যাচ হওয়ার কারণে এদিন এনফিল্ডেই চোখ রেখেছিলেন ফুটবলপ্রেমীরা। তবে স্বাগতিকদের পারফর্মেন্স ছিল দুর্দান্ত। যা প্রমাণ করে ২৯ বছরের শিরোপা খরা কাটানোর মতো যোগ্যতা লিভারপুলের রয়েছে। কেননা, অলরেডদের শিরোপা জয়ের পথে শেষ বড় বাধা ছিল চেলসি। অন্যদিকে সিটির সামনে এখনও অপেক্ষা করছে টটেননহ্যাম, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো শক্ত প্রতিপক্ষ। যে কারণে চেলসিকে হারিয়ে ক্লপের দল কিছুটা হলেও সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করছেন ফুটবলবোদ্ধারা। উল্ফসের বিপক্ষে এনফিল্ডে শেষ ম্যাচে সম্ভাব্য শিরোপা জয়ের উৎসব করার আগে লিভারপুলের সামনে রয়েছে কার্ডিফ, হাডার্সফিল্ড ও নিউক্যাসলের চ্যালেঞ্জ। এদিকে চতুর্থ স্থানে থাকা চেলসির জন্য এই পরাজয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে নিজেদের জায়গা ধরে রাখাটা আরও কঠিন হয়ে পড়ল। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের চেয়ে ব্লুজরা এখন মাত্র দুই আর তিন পয়েন্টে এগিয়ে রয়েছে। দুই দিন আগেই পরপারে চলে যান ক্লাবের সাবেক কিংবদন্তি টমি স্মিথ। ম্যাচের শুরুত নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। শুরু থেকেই দুর্দান্ত খেলে স্বাগতিকরা।
×