ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাইফউদ্দিন তোপে আবাহনীর জয়

প্রকাশিত: ১১:৪৯, ১৬ এপ্রিল ২০১৯

সাইফউদ্দিন তোপে আবাহনীর জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (ডিপিএল) সুপার লীগ পর্বে সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জ্বলে উঠল আবাহনী লিমিটেড। পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের বোলিং তোপে আবাহনীর সব উইকেট হারিয়ে করা ২৫১ রানের জবাবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব গুটিয়ে যায় মাত্র ৮৬ রানে। ১৬৫ রানের বিশাল জয়ে সাইফউদ্দিন মূল ভূমিকা রাখেন ৬ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৫ উইকেট শিকার করে। শীর্ষে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জও বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ৪৬ রানের জয় পেয়েছে। ফলে এখনও আবাহনীর চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে তারা। অপর ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে নাসির হোসেনের হার না মানা সেঞ্চুরির সুবাদে ৬ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানম-ি ক্লাব। আবাহনী-দোলেশ্বর ম্যাচ; মিরপুর ॥ আবু জায়েদ রাহীর তোপে শুরুতেই মাত্র ১২ রানে ৩ টপঅর্ডারকে হারিয়ে ফেলে আবাহনী। তবে ওয়াসিম জাফর ও নাজমুল হোসেন শান্ত চতুর্থ উইকেটে ১৪৬ রানের জুটি গড়েন। ওয়াসিম ৯৭ বলে ৬ চারে ৭১ ও শান্ত ৮৩ বলে ৪ চার, ২ ছক্কায় ৭০ রান করে সাজঘরে ফেরেন। এরপর মোহাম্মদ মিঠুন ৪৬ বলে ৩ চারে ৪১ রান করলেও বাকিদের ব্যর্থতায় ৪৯ ওভারে ২৫১ রানেই গুটিয়ে যায় আবাহনী। দোলেশ্বরের হয়ে জায়েদ ৩টি, ফরহাদ রেজা ও সাইফ হাসান ২টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে শুরুতেই পেসার সাইফউদ্দিনের তোপের মুখে অসহায় হয়ে পড়ে দোলেশ্বরের ব্যাটসম্যানরা। টানা ৬ ওভারে তিনি ৫ টপঅর্ডারকে সাজঘরে পাঠিয়ে ত্রাসের জন্ম দেন। সেখান থেকে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি দোলেশ্বর, নিয়মিত উইকেট খুঁইয়েছে। শেষ পর্যন্ত মাত্র ২৯.৪ ওভারেই ৮৬ রানে গুটিয়ে যায় তারা। সাইফউদ্দিন ৬ ওভারে দুটি মেডেনসহ মাত্র ৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা লিস্ট ‘এ’ বোলিং নৈপুণ্য দেখান। ১৬৫ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় আবাহনী। স্কোর ॥ আবাহনী ইনিংস- ২৫১/১০; ৪৯ ওভার (ওয়াসিম ৭১, শান্ত ৭০, মিঠুন ৪১, মাশরাফি ২৪; জায়েদ ৩/৪৭, সাইফ ২/৩৭, ফরহাদ ২/৪৩)। দোলেশ্বর ইনিংস- ৮৬/১০; ২৯.৪ ওভার (মাহমুদুল ২৭*, এনামুল ১৪; সাইফউদ্দিন ৫/৯, সানজামুল ২/২৩)। ফল ॥ আবাহনী ১৬৫ রানে জয়ী। ম্যাচসেরা ॥ মোহাম্মদ সাইফউদ্দিন (আবাহনী)। প্রাইম ব্যাংক-শেখ জামাল ম্যাচ; ফতুল্লা ॥ প্রথম ওভারেই এনামুল হক বিজয়ের (০) উইকেট হারায় প্রাইম ব্যাংক। কিন্তু দ্বিতীয় উইকেটে রুবেল মিয়া ও নামান ওঝা ১২০ রানের জুটি গড়েন। ওঝা ৪৬ রানে আউট হলেও, রুবেল ৯৫ বলে ৬ চার, ১ ছয়ে ৬৬ রান করেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় প্রাইম ব্যাংক। আট নম্বরে নেমে আরিফুল হক মাত্র ৫১ বলে ২ চার ও ৭ ছক্কায় ৭৪ রানের বিস্ফোরক ইনিংস উপহার দিলেও ৪৮.৩ ওভারে ২৩৬ রানেই থামে প্রাইম ব্যাংক। ইলিয়াস সানি ও তানবীর হায়দার ৩টি করে উইকেট নেন। জবাবে খেলতে নেমে দলীয় ৪৫ রানে উদ্বোধনী জুটি ও ৭১ রানে দ্বিতীয় উইকেট ভাঙ্গলেও তৃতীয় উইকেটে ইলিয়াস ও নাসির হোসেনের ৯৩ রানের জুটিতে জয়ের পথ পেয়ে যায় শেখ জামাল। ওপেনিংয়ে নেমে ইলিয়াস ৬৭ রানে আউট হলেও নাসির ১১০ বলে ১২ চার, ৩ ছক্কায় অপরাজিত ১১২ রানের ইনিংস খেলে দলকে ৬ উইকেটের জয় পাইয়ে দেন। ৪৮.৪ ওভারে ৪ উইকেটে ২৩৯ রান তোলে তারা। স্কোর ॥ প্রাইম ব্যাংক ইনিংস- ২৩৬/১০; ৪৮.৩ ওভার (আরিফুল ৭৪, রুবেল ৬৬, ওঝা ৪৬; ইলিয়াস ৩/৩৫, তানবীর ৩/৪৩)। শেখ জামাল ইনিংস- ২৩৯/৪; ৪৮.৪ ওভার (নাসির ১১২*, ইলিয়াস ৬৭; নাহিদুল ২/৩০, রাজ্জাক ২/৫২)। ফল ॥ শেখ জামাল ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ নাসির হোসেন (শেখ জামাল)। রূপগঞ্জ-মোহামেডান ম্যাচ; বিকেএসপি-৩ ॥ নাঈম ইসলামের ১০৮ বলে ৪ চার, ৩ ছক্কায় হার না মানা ১০৮, মুমিনুল হকের ৮৮ বলে ৮ চার, ১ ছক্কায় ৭৮ ও শাহরিয়ার নাফিসের ৬১ বলে ৬ চার, ১ ছক্কায় করা ৬৮ রানের সুবাদে রূপগঞ্জ ৪ উইকেটে ৩১৩ রান তোলে। জবাবে মোহামেডান ৪৬.২ ওভার গুটিয়ে যায় ২৬৭ রানে। ইরফান শুক্কুর ৯১ বলে ১০ চারে সর্বোচ্চ ৭৩ ও রকিবুল হাসান ৬২ বলে ৫ চার, ১ ছক্কায় ৫৮ রান করেন। শুভাশিষ রায় ৩টি উইকেট নেন। ৪৬ রানে জয় পায় রূপগঞ্জ। স্কোর ॥ রূপগঞ্জ ইনিংস- ৩১৩/৪; ৫০ ওভার (নাঈম ১০৮*, মুমিনুল ৭৮, নাফিস ৬৮; আশরাফুল ২/৪৪)। মোহামেডান ইনিংস- ২৬৭/১০; ৪৬.২ ওভার (শুক্কুর ৭৩, রকিবুল ৫৮, গাজী ২৯; শুভাশিষ ৩/৫৬, শহীদ ২/৪৩)। ফল ॥ রূপগঞ্জ ৪৬ রানে জয়ী। ম্যাচসেরা ॥ নাঈম ইসলাম (রূপগঞ্জ)।
×