ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজ বিশ্বকাপ দল ঘোষণা করবে বিসিবি

প্রকাশিত: ১১:৪৬, ১৬ এপ্রিল ২০১৯

আজ বিশ্বকাপ দল ঘোষণা করবে বিসিবি

স্পোর্টস রিপোর্টার ॥ অনেক আগে থেকেই আলোচনা হচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ স্কোয়াড আগামী ১৮ এপ্রিল ঘোষণা হবে। আর সোমবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়ে ছিলেন বুধবার দল ঘোষণার কথা। একই দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন আজই নির্বাচকরা বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবেন। সেদিক থেকে আজই জানা যাবে আসন্ন বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল। একই সঙ্গে মে মাসের শুরুতে আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের দলও ঘোষণা হবে। ফলে সবমিলিয়ে ১৭ সদস্যের দল ঘোষণা হতে পারে। কারণ, ২২ মে পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তন করার সুযোগ রয়েছে। তাই বাড়তি দুই ক্রিকেটারকে নিয়েই আয়ারল্যান্ডে যাবে বাংলাদেশ এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি পাপন। ত্রিদেশীয় সিরিজ শেষে তাই বিশ্বকাপ দলে আবার পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ইতোমধ্যেই নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত তাদের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। আর বাংলাদেশের দল নিয়ে আগেভাগেই নির্বাচকরা জানিয়েছিলেন, সাম্প্রতিক সময়ে নিয়মিত খেলা ক্রিকেটাররাই থাকবেন বিশ্বকাপের চূড়ান্ত দলে। খুব বেশি হলে দুয়েকটি পরিবর্তন আসতে পারে। কারণ, কয়েকটি ইনজুরি সমস্যা যেমন রয়েছে, তেমনি আবার চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) তেমন ফর্মে নেই জাতীয় দলের নিয়মিত সদস্যরা। সেক্ষেত্রে চমকও থাকতে পারে। তবে বিসিবি সভাপতি নির্দিষ্ট করে কারও নাম বলেননি। এ বিষয়ে পাপন বলেন, ‘উনারা কাল (আজ) দিয়ে দেবে। উনাদের কাছ থেকেই জানা ভাল। অনেকগুলো নাম এসেছে। কিন্তু আজ নাম বলার কোন মানে হয় না কারণ কালকেই আপনাদের অফিসিয়ালি জানিয়ে দিচ্ছে। আমি যতটুকু জানি।’ সোমবার নির্বাচকদের সঙ্গে আলোচনাও করেছেন পাপন। বিশ্বকাপ ও তার আগে ত্রিদেশীয় সিরিজের দল কেমন হতে পারে সেসব নিয়ে আলোচনা করেছেন তিনি। তবে দুয়েকটি পরিবর্তনের বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও এবার ডিপিএলে দুর্দান্ত ফর্মে থাকা কয়েকজনকে নিয়ে আছে আলোচনা। এর মধ্যে মিডলঅর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বির নাম বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে। তবে টানা ফর্মের তুঙ্গে থাকা পেস অলরাউন্ডার ফরহাদ রেজা, চলতি ডিপিএলে রানের মধ্যে থাকা তরুণ ওপেনার সাইফ হাসানরা আলোচনায় আছেন। এ বিষয়ে পাপন বলেন, ‘আমি এটাই জানতে এসেছিলাম কবে দল ঘোষণা করবে। আমার প্রাথমিক একটা ধারণা ছিল যে ১৮ তারিখের মধ্যে দলের ঘোষণা দিতে হবে এবং সেটা সহজে পরিবর্তন করা যাবে না যদি কোন ইনজুরি না থাকে। আমরা এখন জানতে পেরেছি যে ২২ মে পর্যন্ত সময় আছে। আমরা কাউকে না বলেই পরিবর্তন করতে পারব।’ সাম্প্রতিক সময়ে যারা বাংলাদেশ দলে খেলছেন এর মধ্যে মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন ও মাহমুদুল্লাহ রিয়াদরা ইনজুরি সমস্যায় ভুগছেন। অনেকেই আবার ডিপিএলে প্রত্যাশিত ফর্মে নেই। বিশ্বকাপের আগে যেহেতু মে মাসের শুরুতেই ত্রিদেশীয় সিরিজও খেলতে হবে তাই সেসব মাথায় রেখেই দল ঘোষণা করা হবে। এ বিষয়ে পাপন বলেন, ‘আমাদের যাদের নিয়ে চিন্তাভাবনা করছি, তাদের ফর্ম ভাল হচ্ছে না। এটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, ইনজুরি একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অনেক খেলোয়াড়কেই আমরা ধরেছিলাম বিশ্বকাপ স্কোয়াডে থাকবে। কিন্তু এখনও তারা পুরোপুরি সুস্থ না। এই জিনিসগুলো বিবেচনায় নেয়ার জন্যই একটু সমস্যা হচ্ছিল, ১৫ জনের স্কোয়াডটা এখনই ঘোষণা করা। যেহেতু আমাদের সময় আছে, আমি বলতে এসেছিলাম যে, তোমরা স্কোয়াড দিয়ে দাও ১৫ জনের। কিন্তু এটা পরিবর্তন হতে পারে। এর মধ্যে যদি কারও ইনজুরি থাকে, সে যদি ভাল পারফর্ম করে, তার আসার একটা সুযোগ আছে। বা এখানে ভাল খেলছে না, কিন্তু ত্রিদেশীয়তে ভাল খেলছে, তাহলে ওদের আমরা নতুনভাবে সুযোগ দিয়ে দেখতে পারি। আমরা বিশ্বকাপের জন্য ১৫ জনের নাম দিচ্ছি। ত্রিদেশীয় সিরিজে অন্তত ১৭ জনের নাম যাচ্ছে। তাই বাড়তি দুজন তো থাকছেই। আমরা ওখান থেকেও দেখতে পারব, সেই সুযোগ রয়েছে। প্রিমিয়ার লীগ আমাদের বিবেচনায় আছে।’ অভিজ্ঞতার আলোকেই দল গড়া হবে এমনটা জানানো হলেও ইনজুরি সমস্যা এবং ফর্মহীনতার জন্য এখন একাধিক পরিবর্তন দেখা যেতে পারে। এ বিষয়ে পাপন বলেন, ‘এখানে অভিজ্ঞতা একটা বড় বিষয়। কিন্তু ফর্মও বড় বিষয়। পজিশনও খুব জরুরী। দেখা যায় এক পজিশনে অনেক বিকল্প আছে। আবার আরেক জায়গায় অনেক বিকল্প নেই। পেস বোলিংয়ে খুব আহামরি বক্তব্য নেই। রুবেল, মাশরাফি, মুস্তাফিজ, সাইফউদ্দিন যাচ্ছে। তাসকিন তো ইনজুরি। আমরা জানি না সে খেলতে পারবে কিনা, ফর্মে ফিরলে কেমন করবে এইসব তো জানি না। আপনি খুব বেশি নাম পাবেন না। এখন আমরা ১৫ জনের নাম দিয়ে দিচ্ছি। বাট আমরা অপেক্ষা করছি ত্রিদেশীয় সিরিজের। সেখানেই ফাইনাল সিদ্ধান্ত নেব। স্পিনটাও আমরা দেখছি। আমরা ত্রিদেশীয়তে আরও এক স্পিনারকে ট্রাই করার চিন্তা করছি। সবার জন্যই জাতীয় দল উন্মুক্ত। আমরা তো পরিবর্তন করতেই পারি সেটা বলেই নিয়েছি।’
×