ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অভিনব চুরি

প্রকাশিত: ১১:১৭, ১৬ এপ্রিল ২০১৯

অভিনব চুরি

এক বিংশ শতাব্দীতে প্রযুক্তির জয়যাত্রা আমাদের জীবনকে করে তুলেছে আরও বেশি সুবিধাযুক্ত। তবে প্রযুক্তিকে যদি ভালভাবে আগলে রাখা না যায়, তার পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে তা টের পেয়েছেন চীনের এক যুবক। ঘুমন্ত অবস্থায় ফোনের ফেস রেকগনিশন লক খুলে তার ডিজিটাল ওয়ালেট থেকেই লক্ষাধিক টাকা হাতিয়ে নিল রুমমেটরা। চীনের নিংবো শহরের একটি রেস্তরাঁতে কাজ করেন ওই যুবক। ওই রেস্তরাঁতে কাজ করা বাকি দুই কর্মীর সঙ্গে একই ঘরে থাকতেন ওই যুবক। সম্প্রতি রেস্তরাঁ থেকে ফিরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন তিনি। ফোন রাখা ছিল পাশেই। ফোনে ছিল ফেস রেকগনিশন লক সিস্টেম। ওই যুবক যখন ঘুমিয়ে ছিলেন তখন মুখের দিকে ক্যামেরা তাক করে তার রুমমেটরা খুলে ফেলে ফোনের লক। এরপর ‘উইচ্যাট’ এ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলে প্রায় ১০ হাজার ইউয়ান। পরের দিন ঘুম থেকে উঠে ওই যুবক যখন দেখলেন তার এ্যাকাউন্ট থেকে টাকা খোয়া গেছে, তখন তিনি পুলিশের দ্বারস্থ হন। পুলিশ তদন্তে নামতেই ফাঁস হয় ওই যুবকের দুই রুমমেটের কীর্তি। লিউ ও ইয়াং নামের ওই দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।-ওয়েবসাইটের।
×