ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তুরাগে উচ্ছেদ অভিযান আজ ফের শুরু

প্রকাশিত: ১১:১৫, ১৬ এপ্রিল ২০১৯

তুরাগে উচ্ছেদ অভিযান আজ ফের শুরু

হাসান ইমাম সাগর ॥ তুরাগ নদে উচ্ছেদ অভিযান আজ মঙ্গলবার ফের শুরু হবে। চলবে টানা তিন দিন। ধউর সেতু থেকে কামারপাড়া সেতু পর্যন্ত তুরাগ নদের উভয়তীরে মঙ্গলবার এই উচ্ছেদ অভিযান চলবে। অভিযানে নেতৃত্ব দেবেন নির্বাহী হাকিম মোঃ মোস্তাফিজুর রহমান এবং সার্বিক নির্দেশনায় থাকবেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দীন। এদিকে ঢাকার চারপাশের নদ-নদী উচ্ছেদ শেষে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে ক্ষতিপূরণের জন্য মামলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এজন্য বুড়িগঙ্গা-তুরাগের দখলদারদের একটি নামের তালিকা তৈরি করছেন তারা। ক্ষতিপূরণ দিতে রাজি না হলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে রমজানের আগেই বুড়িগঙ্গা-তুরাগে উচ্ছেদ অভিযান শেষ করতে চায় বিআইডব্লিউটিএ। এতে তৃতীয় পর্বের দিতীয় পর্যায় থেকে একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিলেও পর্যাপ্ত জনবল না থাকায় তা সম্ভব হয়নি। তবে ঈদ ও রমজান মাসে বেগ না পেতে উচ্ছেদ অভিযানে আরও গতি বাড়াতে হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক নূর হোসেন।
×