ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংস্কৃতি সংবাদ

ফারজানা মিল্কির ভাস্কর্য প্রদর্শনী ‘ছন্দময় জীবন’

প্রকাশিত: ১১:১১, ১৬ এপ্রিল ২০১৯

ফারজানা মিল্কির ভাস্কর্য প্রদর্শনী ‘ছন্দময় জীবন’

স্টাফ রিপোর্টার ॥ তরুণ ভাস্কর ফারজানা ইসলাম মিল্কি। ফরাসী সাংস্কৃতিক ধানম-ির আলিয়ঁস ফ্রঁসেসের লা গ্যালারিতে চলছে এই শিল্পীর ভাস্কর্য প্রদর্শনী। চলমান জীবনের সঙ্গে পরিবেশ ও প্রকৃতিসহ বহুবিধ বিষয় উঠে এসেছে এই শিল্পীর ভাস্কর্যে। প্রদর্শনীর শিরোনাম ছন্দময় জীবন। ভাস্কর ফারজানা ইসলাম মিল্কি ভাস্কর্য নির্মাণে পরিবেশের মাঝে মানব শরীরের অবয়ব পর্যবেক্ষণ করেন। সেই সুবাদে মানুষ ও তাদের পারস্পরিক সম্পর্ক এবং পরিবেশের সঙ্গে তাদের মিথস্ক্রিয়ার গল্প মুখর তার ভাস্কর্যগুলো। মানবজীবনের প্রাত্যহিক কাজকর্ম অথবা মানুষের সঙ্গে পরিবেশের পারস্পরিকতা, মানবসৃষ্ট স্থাপত্যের ভেতর মানবের অবয়ব হয়ে উঠেছে তার ভাস্কর্যের বিষয় হয়ে ওঠে। তার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে মানব অবয়বের বিভিন্ন ক্রিয়া ও অঙ্গভঙ্গি, যা তিনি তার ভাস্কর্যে ডিটেইলসের খুঁটিনাটিতে নয় বরং তার গতিশীল প্রতীতি ও উদ্দেশ্যের অভিঘাত সৃষ্টির মাধ্যমে তুলে ধরেছেন। মানুষের অবয়ব এবং তার চলাফেরার ভাবকে ফুঁটিয়ে তুলেছেন নিপুণভাবে। তার আখ্যানগুলো নাটকীয় নয় বরং বয়ে চলা সময়ের কোন এক বিশেষ মুহূর্তকে মূর্ত করেছে। ভাস্কর্যের মাধ্যমে প্রাত্যহিক জীবনের প্রবহমানতার তাৎপর্যময় মুহূর্তকে মেলে ধরেছেন। নির্মাণ দক্ষতায় ভাস্কর্যগুলো পেয়েছে অবয়বের সুষম ভারসাম্য। প্রকাশিত হয়েছে ভাস্কর্য নির্মাণশৈলীর স্বতন্ত্র সত্তা। ৬ এপ্রিল থেকে শুরু প্রদর্শনীটি চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে।
×