ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিশু সাংস্কৃতিক দলের তুরস্ক যাত্রা

প্রকাশিত: ০৯:২৯, ১৬ এপ্রিল ২০১৯

শিশু সাংস্কৃতিক দলের তুরস্ক যাত্রা

সংস্কৃতি ডেস্ক ॥ ৪১তম তুরস্ক রেডিও-টেলিভিশন (টিআরটি) আয়োজিত শিশু উৎসবে যোগ দিতে বাংলাদেশে শিশু একাডেমির ১৮ শিশু সাংস্কৃতিক দল ১২ এপ্রিল রাতে তুরস্কের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেছে। এই সাংস্কৃতিক দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক শিশু সাহিত্যিক আনজীর লিটন। টিম ম্যানেজার হিসেবে আছেন চট্টগ্রাম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নার্গিস সুলতানা। এদিকে তুরস্ক গমন উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক দলের এক প্রস্তুতি-পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রস্তুতি-পরিবেশনা প্রত্যক্ষ করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। প্রস্তুতি-পরিবেশনা শেষে প্রধান অতিথি এই শিশু সাংস্কৃতিক দলের জন্য শুভ কামনা জানিয়ে বলেন, বাংলাদেশের শিশুরা আজ অনেক অগ্রগামী। দেশের পাশাপাশি তারা এখন বিশ্ব পরিম-লেও গুরুত্বপূর্ণ প্রতিভার স্বাক্ষর রাখছে। নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মাধ্যমে তারা দেশের সুনাম বয়ে আনছে। দেশের ভাবমূর্তি অনেক উঁচুতে নিয়ে যাচ্ছে। আমি এই সাংস্কৃতিক দলের সার্বিক সাফল্য কামনা করছি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিশুরা তুরস্কের স্যামসুন, ইস্তানবুল ও আঙ্কারাতে বিভিন্ন সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করবে। তারা তুরস্কের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মেয়র এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাত করবে। একই সঙ্গে শিশুরা আঙ্কারা এবং ইস্তানবুলে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত বাংলা নববর্ষের অনুষ্ঠানে যোগ দেবে।
×