ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নাট্যতীর্থের ‘কমলা সুন্দরী’ নাটকের মঞ্চায়ন

প্রকাশিত: ০৯:২৮, ১৬ এপ্রিল ২০১৯

নাট্যতীর্থের ‘কমলা সুন্দরী’ নাটকের মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রবিবার সন্ধ্যা ৭টায় ‘কমলা সুন্দরী’ নাটকের ৯৯তম মঞ্চায়ন হয়। ‘কমলা সুন্দরী’ নাট্যতীর্থের প্রথম প্রযোজনা। দ্বিজ ঈশানের মূল পালা সংগ্রহ ও সঙ্কলিত করেছেন দীনেশ চন্দ্র সেন। নাট্যরূপ ও গীত পরিচালনা করেছেন আব্দুল হালিম আজিজ। নির্দেশনা দিয়েছেন নাট্যতীর্থের প্রতিষ্ঠাতা আহ্বায়ক তপন হাফিজ। ‘কমলা সুন্দরী’ নাটকের ৯৯তম প্রদর্শনীতে অভিনয় করেন তপন হাফিজ, সাদিয়া ইসলাম শান্তা, শামসুর রহমান পেরু, মারুফ তমাল, অয়ন, সেলিম, মোনা, নিপা, মিকাঈল, মাসুদ, নজরুল, জয়, নিরু, নাসির প্রমুখ। ‘কমলা সুন্দরী’ ময়মনসিংহ গীতিকার অন্যতম জনপ্রিয় একটি আখ্যান। জানা যায়, পালাটি রচিত হয়েছে আনুমানিক ১০০ বছর আগে। প্রজাহিতৈষী হুলিয়ার জমিদার মানিক চাকলাদারের একমাত্র রূপসী কন্যা কমলাকে ঘিরে কমলা সুন্দরী নাটকের ঘটনা প্রবাহ আবর্তিত। নাটকে দেখা যায়, চাকলাদারের চাকর কারকুন কমলাকে পছন্দ করে এবং গোয়ালিনী মারফত প্রেমপত্র পাঠায়। কমলা তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে কারকুন চাকলাদারের নামে রাজার কাছে মিথ্যা অভিযোগ করে চাকলাদারকে বন্দী করায় এবং নিজে জমিদারী দখল করে কমলাকে বিয়ে করতে চায়। কমলা প্রথমে মামার বাড়িতে আশ্রয় নিয়েও রক্ষা না পেয়ে জঙ্গলে এক মহিষালের বাড়িতে আশ্রয় নেয়। সেখানে হঠাৎ তৃষ্ণার্ত রাজপুত্র প্রদীপ কুমারের আবির্ভাব ঘটে এবং প্রদীপ কুমার ও কমলা একে অপরের প্রেমে পড়ে যায়। রাজপুত্র প্রদীপ কুমার কমলাকে নিয়ে বাড়ি ফিরলে রাজা তার পরিচয় জানতে চায়। রাজা চাকলাদারকে শূলে চড়িয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিলে তা শুনে কমলা প্রদীপের কাছে সব ঘটনা খুলে বলে। প্রদীপ রাজার কাছে আসল ঘটনা খুলে বললে রাজা চাকলাদারকে ছেড়ে দেয় এবং কারকুনকে শাস্তি দেয়।
×